ছক্কা হাঁকাবে তাপমাত্রা! দক্ষিণবঙ্গে ছাড়াবে ৫০ ডিগ্রির গন্ডি? আবহাওয়ার খবর

বাংলা হান্ট ডেস্ক: ধীরে ধীরে ভোল বদলাচ্ছে আবহাওয়া। গরম পড়তে শুরু করেছে দুই বঙ্গেই। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দক্ষিণবঙ্গে (South Bengal Weather) আগামী ২ দিনে আরও দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে তাপমাত্রা। সপ্তাহান্তে বিরাট ভোগাবে গরম। আপাতত শুষ্ক থাকবে আবহাওয়া। তাপমাত্রা কমার পূর্বাভাস নেই। (West Bengal Weather Update)

এক নজরে দক্ষিণবঙ্গ- South Bengal Weather

হাওয়া অফিস জানাচ্ছে, রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই তাপমাত্রা ৫ থেকে ৬ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। তার পরের দু’দিনে খুব একটা তাপমাত্রার পরিবর্তন হবে না দক্ষিণবঙ্গে। উইকেন্ডে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছতে পারে। আর পশ্চিমের জেলাগুলিতে ৪০ ডিগ্রি পৌঁছে যাবে তাপমাত্রা।

আপাতত আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই। কলকাতা (Kolkata), হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া সর্বত্র শুষ্ক থাকবে আবহাওয়া। কলকাতাতেও বৃষ্টি হবে না।

এক নজরে উত্তরের আবহাওয়া: দক্ষিণবঙ্গের সঙ্গে পাল্লা দিয়ে এবারে উত্তরববোঙ্গেও বাড়ছে তাপমাত্রা। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী তিন দিনে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে উত্তরবঙ্গের। সব জেলাতেই তাপমাত্রা বাড়বে। এরই মধ্যে রয়েছে বৃষ্টির পূর্বাভাসও।

No rainfall alert South Bengal weather Kolkata North Bengal West Bengal weather update 25th March

আরও পড়ুন: ৩ বছরে ৬১৫ শতাংশ রিটার্ন, বিনিয়োগকারীদের মালামাল করল ডিফেন্স সেক্টরের এই শেয়ার

শনিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়। আজ ভিজতে পারে উত্তরবঙ্গের (North Bengal Weather) উপরের তিন জেলা দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি। তবে কোথাও ভারী বৃষ্টি হবে না। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। রবিবার থেকে ফের দার্জিলিংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর

X