রবিবার পর্যন্ত বৃষ্টি দক্ষিণবঙ্গে, আজ কোন কোন জেলায় ঝড়-জল? এক নজরে আবহাওয়ার খবর

Published On:

বাংলা হান্ট ডেস্ক: হালকা থেকে মাঝারি বৃষ্টি চলছে একাধিক জেলায়। আপাতত সেই আবহাওয়াই বজায় থাকবে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে রবিবার পর্যন্ত বৃষ্টি চলবে রাজ্যের একাধিক জেলায়। দক্ষিণবঙ্গ (South Bengal Weather) ভিজবে আজও। কোথাও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি, আবার কোথাও শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন।

দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

শুক্রবার দক্ষিণবঙ্গের জেলায় জেলায় হলুদ সতর্কতা জারি হয়েছে। বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হুগলিতে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির পাশাপাশি ৩০-৪০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনাও রয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

এপ্রিলের শেষটা কেটেছে স্বস্তিতে। মে মাসের শুরুটাও মোটের উপর স্বস্তিতে কাটবে। আপাতত গরমের দাবদাহ থেকে সাময়িক রেহাই। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প এই রাজ্যের বাতাসে প্রবেশ করছে। এরই ফলস্বরূপ বৃষ্টি হচ্ছে একাধিক জেলায়।

ভিডিও দেখুন: https://www.youtube.com/live/pRr-S4ahZRk?si=RBvZS0nOW6BD94hj

আজকের পর শনিবার ও রবিবারও ভিজতে পারে দক্ষিণবঙ্গ। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে সপ্তাহ জুড়ে। তবে সোমবার থেকে আবহাওয়ার পরিবর্তন। ক্রমশ তাপমাত্রা বাড়ার সম্ভাবনা। আবহাওয়া দফতর জানাচ্ছে আপাতত রাজ্যের কোথাও তাপপ্রবাহের সতর্কতা নেই রবিবার পর্যন্ত। স্বাভাবিকের নিচেই থাকবে অধিকাংশ জেলার তাপমাত্রা। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার কারণে কলকাতায় সকালের দিকে কুয়াশা বা ধোঁয়াশা থাকবে।

Rain in storm in Kolkata South Bengal weather Kolkata West Bengal weather update

আরও পড়ুন: পাকিস্তানে চূড়ান্ত ব্যর্থ PCB! লাহোরের স্টেডিয়ামে যা ঘটল…..সামনে এল লজ্জার ছবি

এক নজরে উত্তরবঙ্গ: শুক্রে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে (North Bengal Weather)। আজ মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির সঙ্গে ৪০-৫০ কিমি বেগে ঝড় বইতে পারে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছুদিন।

 

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X