বাংলা হান্ট ডেস্ক: এই বাড়ছে গরম, তো এই বৃষ্টি। অস্বস্তিকর গরমের মধ্যে একবার ফের বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিতে। একাধিক জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও। সবমিলিয়ে কতদিন দুর্যোগ? কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন।
দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস জারি-South Bengal Weather
মার্চ মাসেই খেল দেখাচ্ছে তাপমাত্রা। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় তাপমাত্রা স্বাভাবিকের উপরে। কোথাও কোথাও ছুঁয়েছে ৪০ ডিগ্রির গন্ডি। তবে এ বার মিলবে স্বস্তি। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও ভারী বৃষ্টি হবে না কোথাও।
ভিজতে পারেদুই ২৪ পরগনা থেকে শুরু করে দুই মেদিনীপুর,দুই বর্ধমান, হাওড়া,হুগলি, নদিয়া, বাঁকুড়া,পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর। কলকাতায় বৃষ্টি না হলেও তাপমাত্রা কমবে। কলকাতায় আপাতত তীব্র দহন থেকে রেহাই মিলবে। মহানগরীতে আবহাওয়া মনোরম থাকবে আগামী কয়েকদিন।
শুক্রবারের মধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমবে। ৪ এপ্রিল পুরুলিয়া,বাঁকুড়া,পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রামে হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। এরপর ৫ এপ্রিল বৃষ্টির সম্ভাবনা ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায়। আগামীকালও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন:ট্রেন থেকে ছোড়া জলের বোতলেই ঘটল সর্বনাশ! প্রাণ হারাল বছর ১৪-র বালক, কীভাবে ঘটল মৃত্যু?
দক্ষিণবঙ্গ ভিজলেও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরে। উত্তরবঙ্গের (North Bengal Weather) জেলাগুলিতেও আগামী কয়েকদিন শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। তাপমাত্রারও খুব একটা হেরফের হবে না। মোটের উপর তাপমাত্রা একই থাকবে। আপাতত বৃষ্টিরও সম্ভাবনা নেই বললেই চলে।