৪-৫ ডিগ্রি বাড়বে তাপমাত্রা! আজ বিকেলেই বৃষ্টি দক্ষিণবঙ্গে? জানাল আবহাওয়া দপ্তর

Published On:

বাংলা হান্ট ডেস্ক: চৈত্র মাসেই তীব্র দাবদাহ চলছে বাংলায়। দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলায় জেলায় তাপপ্রবাহের মত পরিস্থিতি। আশঙ্কা তৈরি হয়েছে এখনই যদি এই অবস্থা হয় তাহলে মে-জুন মাসে কী হবে! আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আপাতত তাপমাত্রা নামার কোনো পূর্বাভাস নেই। আজ ছুটির দিনে দক্ষিণবঙ্গে আরও বাড়ছে গরম। যদিও তারপর বুধবার পর্যন্ত তাপমাত্রার খুব একটা ওঠা-নামা হবে না।

দক্ষিণবঙ্গে উর্দ্ধমুখী তাপমাত্রা-South Bengal Weather

আপাতত শুষ্ক আবহাওয়া বিরাজ করবে গোটা দক্ষিণবঙ্গে (West Bengal Weather Update)। বৃষ্টির পূর্বাভাস নেই কলকাতা (Kolkata), হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়।

গত সপ্তাহে টানা ঝড়-বৃষ্টির জেরে অনেকটাই তাপমাত্রা কমেছিল দক্ষিণবঙ্গে। সকাল ও রাত রীতিমতো শীতের শিরশিরানি ফিরেছিল। তবে হঠাৎ হাওয়া। আবহাওয়ায় হঠাৎ এই ব্যাপক ভোলবদল চরম ভোগাচ্ছে সাধারণ মানুষকে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আপাতত কলকাতা ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকবে।

এদিকে রাজ্যের পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলার তাপমাত্রা ৪০ ডিগ্রির গন্ডি ছাড়াতে পারে। তাপপ্রবাহের সতর্কতা না থাকলেও দক্ষিণবঙ্গের সর্বত্র গরমের অসহ্যকর পরিস্থিতি বহাল থাকবে। তীব্র গরমের দাপট থাকবে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা এবং পূর্ব বর্ধমান, কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলায়।

south bengal weather 11

আরও পড়ুন: ভূস্বর্গে গুলির লড়াই! “সাফাইয়া” অভিযানে নামল সেনা, খতম দুই জঙ্গি, উদ্ধার এক পুলিশকর্মীর দেহ

আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের (North Bengal Weather) দার্জিলিং এবং কালিম্পঙে। বিক্ষিপ্তভাবে কয়েকটি জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি সব জেলায় শুষ্ক থাকবে আবহাওয়া। আগামী দু’দিনে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে উত্তরের জেলাগুলিতেও।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর

X