বাংলা হান্ট ডেস্ক: মার্চ মাসেই খেল দেখাচ্ছে আবহাওয়া। দিনের বেলায় সূর্যের তাপে রীতিমতো পুড়তে হচ্ছে দক্ষিণবঙ্গবাসীকে (South Bengal Weather)। আজ ইদের দিনে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আংশিক মেঘলা আকাশ। তাহলে কী বৃষ্টি হবে? কী জানাচ্ছে আবহাওয়া দপ্তর? রইল লেটেস্ট আপডেট।
দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস-South Bengal Weather
সোমে শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের প্রায় তিন ডিগ্রি মত উপরে। এক অধিকাংশ জেলায় তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকলেও কোথাও তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হবে না। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে।হাওয়া অফিস জানাচ্ছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রা কমবে।
বুধবারের মধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমবে। আপাতত দক্ষিণবঙ্গের কলকাতা (Kolkata), হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া কোথাও বৃষ্টি হবে না। শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। (West Bengal Weather Update)
আপাতত দক্ষিণবঙ্গের সর্বত্র স্বাভাবিকের উপরেই থাকবে তাপমাত্রা। কলকাতার তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রির আশেপাশে থাকতে পারে। তবে শুক্রবারের মধ্যে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমার পূর্বাভাস দক্ষিণবঙ্গে। এদিকে গরমের মধ্যে রয়েছে বৃষ্টি পূর্বাভাসও।
আরও পড়ুন: শাঁখা-পলা পরতে বাধা! কালো হিজাব পরতে হবে, মোথাবাড়িতে পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ হিন্দু মহিলাদের
তিন তারিখ পর্যন্ত শুষ্ক আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। আগামী ৪ এপ্রিল পুরুলিয়া,বাঁকুড়া,পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রামে হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। এরপর ৫ এপ্রিল বৃষ্টির সম্ভাবনা ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায়।