বদলে গেল পূর্বাভাস! ৮ মে পর্যন্ত ঝড়-বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে, আজ ভারী বৃষ্টির সম্ভাবনা

Published On:

বাংলা হান্ট ডেস্ক: ভরা বৈশাখে চলছে ঝড়-বৃষ্টির ডবল ডোজ। আজ রবিবার ছুটির দিনেও দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে। জেলায় জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি। (South Bengal Weather) কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়। কতদিন চলবে এই পরিস্থিতি? কবে কমবে দুর্যোগ? দেখুন সম্পূর্ণ পূর্বাভাস।

রবিতেও ঝড়-বৃষ্টি দক্ষিণবঙ্গে | South Bengal Weather

আবহাওয়া দপ্তর জানাচ্ছে, দক্ষিণবঙ্গের সব জেলাতেই একটানা বৃষ্টি হবে। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ-দুই ভাগেরই অধিকাংশ জেলায় চলবে ভারী বর্ষণ (Weather Update of Bengal। কোনও কোনও জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও হতে পারে। বৃষ্টির পাশাপাশি ৩০- ৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। কোথাও হাওয়ার সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ৫০ কিলোমিটার।

রবিবার দক্ষিণের প্রায় সব জেলাতেই বৃষ্টি হতে পারে। অধিক বৃষ্টির সম্ভাবনা উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমানে। বৃষ্টির দোসর হবে ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা বাতাস। সোমবারও বৃষ্টি হবে। এদিন দুই ২৪ পরগনা, নদিয়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি হয়েছে।

ভিডিও দেখুন:  https://youtu.be/uKL1pxsFk10?si=hsvvPPjSUR3Vt30z

আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী ৮ মে পর্যন্ত ঝড়-বৃষ্টির পরিস্থিতি চলতে পারে দক্ষিণবঙ্গে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি বইতে পারে ঝোড়ো হাওয়া। কালবৈশাখীর মতো পরিস্থিতির সৃষ্টি হবে কোথাও কোথাও। বৃষ্টির জেরে গোটা রাজ্যেই তাপমাত্রা কমেছে। বেশ কিছুদিন ধরে দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপমাত্রা মোটের উপর স্বাভাবিকের নিচে। আপাতত তাপপ্রবাহের সতর্কতা নেই কোথাও।

আরও পড়ুন: প্রথম সপ্তাহে নন্দনে ব্রাত্য ‘শ্রীমান ভার্সেস শ্রীমতী’, এবারও খালি হাতেই ফিরতে হবে মিঠুনকে?

এক নজরে উত্তরবঙ্গ (North Bengal Weather Update): উত্তরবঙ্গেও একইরকম পরিস্থিতি। ৫ তারিখ পর্যন্ত উত্তরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে। ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা বৃষ্টির সম্ভাবনা।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X