বাংলা হান্ট ডেস্ক: গোটা দেশে পাঁচটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। এই সবের জেরে গোটা দেশেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা। ভিজবে বাংলাও। বৃহস্পতিবার পর্যন্ত টানা দুর্যোগের পূর্বাভাস দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি আগামীকাল ভিজতে পারে কলকাতা সংলগ্ন চারজেলা। সবমিলিয়ে রামনবমীতে কেমন থাকবে আবহাওয়া? রইল আগাম আপডেট।
রবিতে কেমন থাকবে দক্ষিণবঙ্গ? South Bengal Weather
রবিতে অধিক বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ ও নদিয়া এই চার জেলায়। ভারী বৃষ্টি হবে না কোথাও। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এদিকে আগামী সোমবার থেকে আবহাওয়া বদলাবে। বৃষ্টি বাড়বে গোটা দক্ষিণবঙ্গ জুড়েই। ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বইবে ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। শিলাবৃষ্টিও হতে পারে একাধিক জেলায়।
দক্ষিণবঙ্গে বিকেল ও সন্ধ্যার দিকে ঝড়-বৃষ্টির প্রবণতা বাড়বে জেলায় জেলায়। নতুন সপ্তাহে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রাম সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। তবে ভারী বৃষ্টি হবে না কোথাও। বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। বইতে পারে ঝোড়ো হাওয়া।
শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গের কিছু জেলায় মেঘলা ছিল আকাশ। তবে বাড়ছে আদ্রতাজনিত অস্বস্তি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়ছে দক্ষিণবঙ্গে। আজ শহরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস মত।
দক্ষিণবঙ্গের পাশাপাশি নতুন সপ্তাহে উত্তরবঙ্গেও (North Bengal Weather) বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল দার্জিলিঙের পার্বত্য অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা। সোমবার থেকে বৃষ্টি বাড়বে। বৃহস্পতিবার পর্যন্ত মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস। দোসর হতে পারে ঝোড়ো হাওয়া।