বাংলা হান্ট ডেস্ক: পূর্বাভাস রয়েছে টানা বৃষ্টির, তবে তা রোজ ফলপ্রসূ হচ্ছে না। আবহাওয়া দপ্তর বলছে, ৮ মে পর্যন্ত টানা বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিকেলের পর বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) সব জেলাতেই। গোটা রাজ্যে বর্তমানে ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather)
সোমবার দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে। জেলায় জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ সোমবার দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। মঙ্গলবারও হবে বৃষ্টি। বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-জলের পূর্বাভাস।
সোমে দক্ষিণবঙ্গের কোনও কোনও জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও হতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বৃষ্টির পাশাপাশি ৩০- ৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। কোথাও হাওয়ার সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ৫০ কিমি। আজ বৃষ্টির সম্ভাবনা উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান সহ সব জেলাতেই।
ভিডিও দেখুন: https://youtu.be/IvFqRtqPU3M?si=uATxbjJA0CITY8KA
শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা। টানা বৃষ্টির জেরে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গেই সর্বনিম্ন, সর্বোচ্চ তাপমাত্রা দুইই কমেছে। স্বাভাবিকের চেয়ে কম রয়েছে তাপমাত্রা। আপাতত তাপপ্রবাহের সতর্কতা নেই কোথাও। তবে শনিবার থেকে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা। ধীরে ধীরে গোটা রাজ্যেই তাপমাত্রা বাড়বে।
আরও পড়ুন: শুধুই সংখ্যা, পহেলগাঁও ঘটনার পরেই কথা হারালেন অমিতাভ? বিগ বির ‘নীরবতা’য় ক্ষোভ নেটপাড়ায়
এক নজরে উত্তরবঙ্গ (North Bengal Weather Update): উত্তরবঙ্গে দুর্যোগপূর্ণ পরিস্থিতি। সোমবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার-সহ উত্তরের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার পর্যন্ত। আগামী পাঁচ দিন উত্তরে তাপমাত্রার খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই।