বাংলা হান্ট ডেস্ক: চৈত্র মাসেই ভয় ধরাচ্ছে গরম। দিনের বেলায় সূর্যের প্রখর তাপে টেকা দায় হচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে এরই মাঝে স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া দপ্তর। ওয়েদার অফিস জানাচ্ছে, বর্তমানে দেশজুড়ে সক্রিয় রয়েছে পাঁচটি ঘূর্ণাবর্ত। যার জেরে দেশের বিভিন্ন জায়গার পাশাপাশি ঝড়-বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গেও (South Bengal Weather)।
আজ ভিজবে দক্ষিণবঙ্গ- South Bengal Weather
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, রবিবারেও রাজ্যের বহু জায়গায় বৃষ্টির সম্ভাবনা। এরপর আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। আজ ভিজবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং মুর্শিদাবাদ ও নদীয়া। ভারী বৃষ্টি হবে না কোথাও। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কালবৈশাখী নিয়ে পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর।
সোমে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বহু জেলায় বর্ষণ হতে পারে। হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। সঙ্গে দোসর হবে ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। শুক্রবার পর্যন্ত চলার পূর্বাভাস রয়েছে। এমনকি শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বিকেল ও সন্ধ্যার দিকে ঝড়-বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, নতুন সপ্তাহে কালবৈশাখী ঝড় উঠতে পারে পশ্চিমের কিছু জেলার দু-এক জায়গায়। আগামীকাল কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রাম সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা।
তবে টানা ঝড়-বৃষ্টি জেরে তাপমাত্রা কমলেও আদ্রতাজনিত অস্বস্তি ভোগাবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। সোমবার কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ ৩৭ ডিগ্রি থেকে সর্বনিম্ন ২৮ ডিগ্রির আশেপাশে করতে পারে বলে পূর্বাভাস।
আরও পড়ুন: সুপারনিউমেরারি পোস্ট তৈরি করে চাকরি ফেরাতে হবে! সুপ্রিম কোর্টের নির্দেশে তোলপাড়
উত্তরবঙ্গেও (North Bengal Weather) সকাল থেকে একাধিক জেলায় আংশিক মেঘলা আকাশ। বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদায়। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ বর্ষণ বাকি উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।