বাংলা হান্ট ডেস্ক: আবহাওয়ার খামখেয়ালিপনায় জেরবার রাজ্য। এই গরম তো এই বৃষ্টি। চৈত্রের গরমে দক্ষিণবঙ্গে (South Bengal Weather) বাড়ছে অস্বস্তি। যদিও বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া অফিস। পূর্বাভাস বলছে আজ থেকে শুক্রবার পর্যন্ত টানা বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
এক নজরে দক্ষিণবঙ্গ- South Bengal Weather
আজ দক্ষিণবঙ্গে বৃষ্টির পাশাপাশি বইতে পারে ঝোড়ো হাওয়া। ৩০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে উপকূলের জেলা সহ একাধিক জেলায়। কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রাম সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হতে পারে। বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস জারি।
টানা বৃষ্টির (Rainfall) সম্ভাবনা থাকলেও আপাতত অস্বস্তি কমার কোনো লক্ষণ নেই। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তর-পশ্চিম দিক থেকে আসা শুষ্ক গরম হাওয়া আসছে। অন্যদিকে, বঙ্গপোসাগরের জলীয় বাষ্প ঢুকছে। সব মিলিয়ে বাড়বে আদ্রতাজনিত অস্বস্তি।
বর্তমানে গোটা দেশে পাঁচটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। এর জেরেই দেশজুড়ে ঝড়-বৃষ্টি চলবে। আজ কলকাতা (Kolkata) ও সংলগ্ন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৭-৩৮ ডিগ্রির কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ২৫-২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে৷
এক নজরে উত্তর: সপ্তাহের প্রথম দিনে ভিজবে উত্তরবঙ্গও। উত্তরবঙ্গের (North Bengal Weather) দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এর মধ্যে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বইতে পারে ঝোড়ো হাওয়াও।