৪৮ ঘণ্টা টানা ঝড়-বৃষ্টি তিন জেলায়! দক্ষিণবঙ্গে কতটা নামবে তাপমাত্রা? আবহাওয়ার খবর

বাংলা হান্ট ডেস্ক: ফাল্গুন মাসেও দক্ষিণবঙ্গে (South Bengal Weather) শীতের আমেজ। ক্ষণে ক্ষণে ভোল বদলাচ্ছে আবহাওয়া। এই ঠান্ডা তো এই গরম। এরই মধ্যে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস জানিয়েছে চলতি সপ্তাহেও তাপমাত্রার ওঠা-নামা লেগেই থাকবে। দিনে রোড রাতে নামবে পারদ। পাশাপাশি রাজ্যের তিনটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।(West Bengal Weather Update)

আবহাওয়া দপ্তর জানাচ্ছে, রবিবার পর্যন্ত তাপমাত্রার সেরকম কোনও তারতম্য হবে না। সপ্তাহের শেষে ফের সামান্য পারদ চড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তারপর আগামী সপ্তাহে ফের আবহাওয়া বদলাবে। আগামী সপ্তাহ থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে। সোমবার থেকে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে গোটা রাজ্যেই।

চলতি সপ্তাহে হালকা শীতের আমেজ থাকলেও মার্চের মাঝামাঝি সময় থেকেই তা বিদায় নেবে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ কিছুটা তাপমাত্রা কমতে পারে। আপাতত দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে বৃষ্টি হবে উত্তরের কিছু জেলায়।

আপাতত কলকাতা (Kolkata), হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া কোথাও বৃষ্টি হবে না। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী কয়েক জেলায় কুয়াশার প্রভাব থাকবে সকালের দিকে।

south bengal weather 7

আরও পড়ুন: দর্শকদের দাবিতে “পুনর্জন্ম”, TRP টানতে নয়া নায়কের এন্ট্রি জি বাংলার জনপ্রিয় সিরিয়ালে

উত্তরবঙ্গের (North Bengal Weather) দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে। শনিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার হলুদ সতর্কতা জারি রয়েছে। আপাতত তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন হবে না।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর