২৪ ঘণ্টায় আবহাওয়ার বিরাট বদল, দক্ষিণবঙ্গে বুধে বৃষ্টি কোথায় কোথায়? আজকের আবহাওয়া

Published On:

বাংলা হান্ট ডেস্ক: বেশ কিছুদিন ধরে ঝড়-বৃষ্টি চলছে বঙ্গে। আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়। তবে বুধবারের পর থেকে দুর্যোগ কমবে। সপ্তাহান্তে ফের পারদ চড়বে বলে আপডেট দিল আবহাওয়া দপ্তর। বুধবার দক্ষিণবঙ্গের (South Bengal Weather) সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দাপট কমবে ধীরে ধীরে।

তাপমাত্রা বাড়বে জেলায় জেলায় | South Bengal Weather

আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি। পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর ও দুই ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, নদিয়াতেও ঝড়-বৃষ্টির পূর্বাভাস। তবে আগামীকাল থেকে বদলাবে আবহাওয়া।

৮ মে থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরম বাড়বে। অস্বস্তিকর আবহাওয়া থাকবে। কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গেই উর্দ্ধমুখী হবে পারদ। বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে। আর ফের তাপমাত্রা বৃদ্ধি হবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে চলতি সপ্তাহে একধাক্কায় তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত বাড়ার পূর্বাভাস।

আরও পড়ুন: গুলি করে নামানো হয়েছে ৫টি ভারতীয় বিমান, পাক সেনার হাতে বন্দি কয়েকজন জওয়ান! হামলার পর দাবি পাক মন্ত্রীর

১২ মে ফের দুই ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদে বৃষ্টি হতে পারে। তার আগে বৃহস্পতিবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমের কোথাও কোথাও তাপপ্রবাহের সতর্কতা। এরপর ৯ ও ১০ মে সতর্কতা জারি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূমেও। কলকাতাতেও অস্বস্তিকর গরম থাকবে।

ভিডিও দেখুন: https://youtu.be/UEqTNFwrhgk?si=t4wsEmdcESxdtBtk

উত্তরবঙ্গেও (North Bengal Weather) এবারে বাড়বে তাপমাত্রা। আগামী পাঁচ দিনের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস। তবে চলবে বৃষ্টিও। ১০ মে পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার-সহ সব একাধিক জেলাতে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইতে পারে।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X