বাংলা হান্ট ডেস্ক: ঝড়-বৃষ্টির পালা কাটিয়ে এবার বাড়ছে গরম। বৃহস্পতিবার থেকেই তাপমাত্রা বাড়তে শুরু করেছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) সব জেলাতেই তাপমাত্রা বাড়বে। তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে একাধিক জেলায়। বজায় থাকবে তীব্র অস্বস্তি। উইকেন্ডে কি আরও বাড়বে দাপট? রইল আগাম আপডেট।
দক্ষিণবঙ্গে ফের বৃষ্টি? South Bengal Weather
টানা বৃষ্টির জেরে একধাক্কায় নেমেছিল তাপমাত্রা। স্বাভাবিকের নিচেই ছিল তাপমাত্রা। তবে এবার পরিস্থিতি বদলাবে। কলকাতায় গরম বাড়বে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৮-৩৯ ডিগ্রির কাছাকাছি। আর রাতের তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রির আশেপাশে। রবিতে ৪০ ডিগ্রিতে পৌঁছে যেতে পারে দিনের সর্বোচ্চ তাপমাত্রা।
সোমবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। পশ্চিমের জেলা গুলিতে কোথাও কোথাও ৪২ ডিগ্রিতে পৌঁছে যেতে পারে তাপমাত্রা। বাকি কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলা গুলিতেও অস্বস্তিকর গরম থাকবে।
আরও পড়ুন: ‘সেনসিটিভ ইস্যু, রোজ বৈঠক হচ্ছে’! কলকাতায় জারি হাই অ্যালার্ট? মুখ খুললেন পুলিশ কমিশনার
দক্ষিণবঙ্গের একাধিক জেলার আকাশ অংশত মেঘলা থাকলেও আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। মহানগরীতে ক্রমশই উর্ধ্বমুখী হবে পারদ। তবে শনিবার ও রবিবার হালকা ঝড়বৃষ্টি হতে পারে। আগামীকাল উত্তর ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বৃষ্টি ও ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
রবিবার বৃষ্টির সম্ভাবনা উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়। হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে।
ভিডিও দেখুন: https://www.youtube.com/live/OIl_LwJDDXk?si=ZVJ4ZjpDKTG0HgvL
শনি ও রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে। উত্তরবঙ্গে (North Bengal Weather) তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস। চলতি সপ্তাহে উত্তরবঙ্গের জেলাগুলিতে ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।