বাংলা হান্ট ডেস্ক: টানা ঝড়-বৃষ্টির জেরে অনেকটাই কমেছিল তাপমাত্রা, তবে এবার বাড়বে গরম। আজ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায় রয়েছে তাপপ্রবাহের সতর্কতা। ফের পারদ চড়বে বলে আপডেট দিয়েছে আবহাওয়া দপ্তর। রাজ্যের অধিকাংশ জেলাতেই গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। বৃষ্টি কি হবে? জানুন আজকের আবহাওয়ার সম্পূর্ণ আপডেট।
আবহাওয়ার বিরাট বদল দক্ষিণবঙ্গে | South Bengal Weather
দক্ষিণবঙ্গের (South Bengal Weather) সব জেলাতেই তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। দাপট বাড়বে ধীরে ধীরে। কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গেই উর্দ্ধমুখী হবে পারদ। উইকেন্ডে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একধাক্কায় তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত বাড়ার পূর্বাভাস। সঙ্গে তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে পশ্চিমের চার থেকে ছয় জেলায়।
আরও পড়ুন: জল, স্থল, বায়ু! পাকিস্তানের ওপর ‘ত্রিফলা’ আক্রমণ ভারতের! একেবারে পতনের মুখে ‘শত্রু’ দেশ?
মূলত তাপপ্রবাহের সম্ভাবনা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ও বীরভূমে। ৯ ও ১০ মে সতর্কতা জারি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূমে। এছাড়া কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলা গুলিতেও অস্বস্তিকর গরম থাকবে। সপ্তাহান্তে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ থেকে ৪০ ডিগ্রি এবং পশ্চিমের জেলাগুলির সর্বোচ্চ তাপমাত্রা ৪০ থেকে ৪২ ডিগ্রিতে পৌঁছে যেতে পারে।
ভিডিও দেখুন: https://www.youtube.com/live/1BWuGIQrTiE?si=QU7F9OfCjW0FnmSs
আজ থেকে মহানগরীতে ক্রমশই উর্ধ্বমুখী হবে পারদ। দুপুরের দিকে আংশিক মেঘলা আকাশ থাকলেও আপাতত আর ঝড়বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই। খুব সামান্য বৃষ্টি হতে পারে। তবে সম্ভাবনা ক্ষীণ। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭-২৮ ডিগ্রি, ও সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৭-৩৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।
উত্তরবঙ্গেও (North Bengal Weather) তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। চলতি সপ্তাহে উত্তরবঙ্গের জেলাগুলিতে ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। এদিকে ১০ মে পর্যন্ত বৃষ্টির সম্ভাবনাও থাকছে। বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার-সহ সব একাধিক জেলাতে।