বাংলা হান্ট ডেস্ক: ভরা মাঘে উধাও শীত। দক্ষিণবঙ্গে (South Bengal Weather) ঠান্ডা নেই বললেই চলে। তাহলে কি এবারের মত শীত বিদায়? আবহাওয়া দপ্তর জানাচ্ছে, দক্ষিণবঙ্গের উপকূলবর্তী কয়েকটি জেলায় আগামী কয়েক দিনে তাপমাত্রা কিছুটা কমবে। তারপর ফের বাড়বে। তবে সোমবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। (West Bengal Weather Update)
দক্ষিণবঙ্গের আবহাওয়ার আগাম খবর- South Bengal Weather
মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের উপকূল সংলগ্ন কিছু জেলায় তাপমাত্রা কমতে পারে ফের। দুই থেকে তিন ডিগ্রি পারদ পতনের পূর্বাভাস। তবে শীতের কামব্যাক আর হবে না। ফেব্রুয়ারীর দ্বিতীয় সপ্তাহ থেকেই দক্ষিণবঙ্গ থেকে বিদায় নেবে শীত। খুব জোর ফেব্রুয়ারীর ১৫ তারিখের দিকে দক্ষিণবঙ্গ থেকে পালাবে শীত।
একের পর এক পশ্চিমি ঝঞ্ঝাই এ বছর শীতের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। ৩ ফেব্রুয়ারি নতুন করে উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমি ঝঞ্ঝা ঢুকবে। ওদিকে অসম, কেরল এবং রাজস্থানে ঘূর্ণাবর্ত অবস্থান করছে। সবমিলিয়ে উত্তুরে হাওয়ার পথে কাঁটা। তাই এবারে আর জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই।
এদিকে রাত পোহালেই সরস্বতী পুজো। সরস্বতী পুজোতে কি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে? আবহাওয়া দপ্তর সূত্রে খবর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ মেঘলা থাকলেও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতা (Kolkata), হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া সর্বত্র শুকনো থাকবে আবহাওয়া।
আরও পড়ুন: কৃতিত্ব নিতে ১০ চেয়েছিলেন কেজরী, ১২ লাখ দিয়ে বিরাট চমক দিলেন নির্মলা
বিদায়বেলায় উত্তরবঙ্গে জোরসে কামড় বসিয়েছে শীত। গত কয়েকদিনে এক ধাক্কায় নেমেছে তাপমাত্রা। ঘন কুয়াশায় ঢেকেছে চারিদিক। আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী পাঁচ দিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা একই রকম থাকবে। খুব একটা হেরফের হবে না। উত্তরবঙ্গের (North Bengal Weather) জেলাগুলিতে ঘন কুয়াশার দাপট থাকবে আরও বেশ কয়েকদিন।
‘দলের মধ্যেই ব্যাপক টাকার লেনদেন…’, মদনের বিস্ফোরক মন্তব্যে তোলপাড়