বাংলা হান্ট ডেস্ক: জানুয়ারির শুরু থেকে দক্ষিণবঙ্গে (South Bengal Weather) ঝোড়ো ব্যাটিং শুরু করেছিল শীত। তবে ফের সাময়িক বিশ্রাম। আবারও বদলে গেল শীতের মেজাজ। ভিলেন ঘূর্ণাবর্ত। পূর্ব শ্রীলঙ্কা এবং সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপরে রয়েছে ঘূর্ণাবর্ত। এর জেরে বুধবার পর্যন্ত তামিলনাড়ু, পুদুচেরি সহ বেশ কিছু রাজ্যে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
ফের কবে শীতের দাপুটে ইনিংস দক্ষিণবঙ্গে? South Bengal Weather
মঙ্গলবার পৌষ সংক্রান্তি। আলিপুর আবহাওয়া জানিয়েছে, এ যাত্রায় সংক্রান্তির (Makar Sankranti) দিনে কনকনে শীত একেবারেই নয়। উল্টে বাড়বে তাপমাত্রা। আগামী দু’দিনে দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা ২ ডিগ্রি বাড়তে পারে। তবে বৃহস্পতিবার থেকে ফের একাধিক জেলায় তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমবে।
শহর কলকাতায় (Kolkata) শীতের আমেজ কার্যত উধাও। রবিবার থেকে অনেকটা বেড়েছে তাপমাত্রা। আবহাওয়া দপ্তর জানাচ্ছে বুধবার পর্যন্ত কলকাতার তাপমাত্রা আরও কিছুটা বাড়ার পূর্বাভাস। মঙ্গলবার শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাঘুরি করবে।
ঘূর্ণাবর্তের জেরে একাধিক রাজ্যে বৃষ্টি হলেও শুকনো থাকবে বাংলা। চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া , পূর্ব মেদিনীপুর , বীরভূম, নদিয়া সহ প্রায় সব জেলাতেই কুয়াশার দাপট থাকবে। আগামী তিন দিন দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই।
আরও পড়ুন: স্বাস্থ্যসচিবের ভূমিকায় চটে লাল মমতা! মুখ্যসচিবের কাছেও ভর্ৎসিত নারায়ণস্বরূপ নিগম
উত্তরবঙ্গেও (North Bengal Weather) তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার থেকে তাপমাত্রার পতনের সম্ভাবনা। পাশাপাশি আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরের জেলাগুলিতেও। তবে একাধিক জেলায় কুয়াশার দাপট থাকবে।