বাংলা হান্ট ডেস্ক: এই ঠান্ডা তো এই গরম। দক্ষিণবঙ্গে ফের শীতের হালকা আমেজ মালুম হচ্ছে গতকাল থেকে। তাহলে কি ফের শীতের কামব্যাক দক্ষিণবঙ্গে (South Bengal Weather)? আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে আগামী সপ্তাহ থেকেই বদলে যাবে আবহাওয়া। সোমবার থেকে ধীরে ধীরে তাপমাত্রা বৃদ্ধি পাবে দক্ষিণবঙ্গে। (West Bengal Weather Update)
নতুন সপ্তাহেই আবহাওয়ার আমূল বদলের পূর্বাভাস। কলকাতা সহ টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে (South Bengal Weather)। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, ১৯ ফেব্রুয়ারি বুধবার দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে। পরদিন অর্থাৎ ২০ তারিখও ভিজবে একাধিক জেলা। ১৯ তারিখ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগণা, হাওড়ায়।
২০ ফেব্রুয়ারি বৃষ্টির সম্ভাবনা কলকাতা (Kolkata)-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই। এদিন হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আপাতত ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, পশ্চিমী ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগরে অবস্থিত বিপরীত ঘূর্ণাবর্তের ডবল ডোজে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: ‘এখনো বিছানায় সক্ষম’ বলে বুক বাজিয়েছিলেন, ৭৫-এ এসে ফের প্রেমে পড়লেন কবীর সুমন!
হাওয়া অফিস সূত্রে খবর, আজ শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছে থাকতে পারে। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বৃষ্টির হলেও ঠান্ডা আর ফিরবে না রাজ্যে। হাওয়া বিশেষজ্ঞরা বলছেন, ফেব্রুয়ারীর শেষেই শীত বিদায়।
উত্তরবঙ্গে (North Bengal Weather) কিছুটা কমেছে তাপমাত্রা। মনোরম আবহাওয়া রয়েছে উত্তরের জেলাগুলিতে। সোমবার থেকে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে উত্তরেও। বুধবারের মধ্যে উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই তাপমাত্রা ২-৩ ডিগ্রি করে বাড়তে পারে। আজ বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরে।