বাংলা হান্ট ডেস্ক: কথায় বলে মাঘের ঠান্ডা বাঘের গায়ে লাগে। এদিকে বাংলার চিত্রটা একেবারেই উল্টো। দক্ষিণবঙ্গে (South Bengal Weather) শীতের আমেজ নেই বললেই চলে। একধাক্কায় অনেকটা বেড়েছে তাপমাত্রা। তাহলে কি এবারের মত শীত শেষ? কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর? বৃষ্টির সম্ভাবনা আছে কি? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট। (West Bengal Weather Update)
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর (South Bengal Weather)
আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী ৫ দিন এ রাজ্যে তাপমাত্রার কোনও হেরফের হবে না। তারপরে ফের পারদ পতনের সম্ভাবনা রয়েছে। সপ্তাহান্তে তাপমাত্রা নামতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। অর্থাৎ মাঘের শুরুতে ফের শীত পড়তে পারে। দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত নামতে পারে সর্বনিম্ন তাপমাত্রা। হাওয়া অফিস জানাচ্ছে, ২০ জানুয়ারি পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।
চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের কলকাতা (Kolkata), হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই। সর্বত্র শুকনো আবহাওয়া বিরাজ করবে।
দক্ষিণবঙ্গের পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম এবং মুর্শিদাবাদ। যদিও কোনো সতর্কতা জারি নেই। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আপাতত ২০ জানুয়ারি পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি হবে না। শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।
আরও পড়ুন: স্বামীকে সামনে আনেন না কেন? ভাবী সন্তানকে নিয়ে কটুক্তি! ‘মৌমিতা’ মানসী বললেন, ‘আমাদের সম্পর্ক…’
আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গে (North Bengal Weather) তাপমাত্রা বেশ কিছুটা নামতে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, দুই দিনাজপুর এবং মালদায় কুয়াশার দাপট থাকবে। ঘন কুয়াশার সতর্কতা রয়েছে।