বাংলা হান্ট ডেস্ক: ক্ষণে ক্ষণে আবহাওয়ার পরিবর্তন। পূর্বাভাস মতোই একধাক্কায় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াসেরও মত বৃদ্ধি পেয়েছে। শহরে গরম শুরু! আবহাওয়া দপ্তর জানাচ্ছে এ যাত্রায় শীতের কামব্যাকের আর কোনো সম্ভাবনা নেই রাজ্যে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিতে ২-৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। (West Bengal Weather Update)
দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাস- South Bengal Weather
মঙ্গলবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে রাজ্যে। এর জেরেই মঙ্গলবার পর্যন্ত বাড়বে তাপমাত্রা। বুধবার থেকে আবহাওয়া পরিবর্তন হবে। এই সময় আংশিক মেঘলা থাকবে আকাশ। বৃষ্টি শুরু হবে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে। শনিবার পর্যন্ত টানা বৃষ্টি চলবে রাজ্যের একাধিক জেলায়।
১৯ ফেব্রুয়ারি বুধবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগণা, হাওড়া, কলকাতা বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানে। এরপর বৃহস্পতিবার অনেকটাই বাড়বে বৃষ্টি। এদিন ভিজতে পারে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাই। বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি বৃষ্টির অধিক সম্ভাবনা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান কলকাতা, হাওড়া, হুগলিতে।
শুক্রবার কলকাতা এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। মূলত পশ্চিমী ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগরে অবস্থিত বিপরীত ঘূর্ণাবর্তের মিলিত প্রভাবে বৃষ্টি হবে। তার আগে আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে।
আরও পড়ুন: কেষ্ট-কাজল দ্বন্দে তোলপাড়! বীরভূমে যা হচ্ছে… শুনলে শিউরে উঠবেন
বুধবার থেকে শনিবার পর্যন্ত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গের কালিম্পঙের পার্বত্য এলাকায়। দার্জিলিঙের উঁচু পার্বত্য এলাকা এবং সিকিম সংলগ্ন এলাকায় হালকা তুষারপাতর হতে পারে (North Bengal Weather)। বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং-এও। সোমবার থেকে ২-৩ করে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস উত্তরবঙ্গের জেলাগুলিতে। সর্বোচ্চ চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা।