বাংলা হান্ট ডেস্ক: মাঘে এসেও জাঁকিয়ে শীত নয় দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। জানিয়ে দিল আবহাওয়া দপ্তর। তবে বজায় থাকবে শীতের আমেজ। হাওয়া অফিস সূত্রে খবর, হরিয়ানা এবং কেরল সংলগ্ন এলাকায় দু’টি ঘূর্ণাবর্ত রয়েছে। আজ নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে। আবার বুধবার ঢুকবে অন্য ঝঞ্ঝাটি। তাহলে কি ফের তাপমাত্রা বাড়বে? বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে? রইল আগামী সাত দিনের আবহাওয়ার খবর। (West Bengal Weather Update)
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর (South Bengal Weather)
আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আপাতত দক্ষিণবঙ্গের সব জেলাতেই কুয়াশার প্রভাব থাকবে। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা লক্ষ্য করা যেতে পারে অধিকাংশ জেলায়। তবে বেলা বাড়ার সাথে সাথে আকাশ পরিষ্কার হবে। রোদের দেখা মিলবে। আগামী সপ্তাহ পর্যন্ত দক্ষিণবঙ্গের তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকার পূর্বাভাস।
আপাতত আরও চার- পাঁচদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা একই রকম থাকবে। বড়সড় বদল হবে না। আগামীকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। নতুন সপ্তাহে দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত নামতে পারে পারদ।
বুধবার পর্যন্ত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। শুকনো আবহাওয়া বজায় থাকবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া সর্বত্রই।
আরও পড়ুন: সব প্রমাণ হয়ে গেল! RG Kar কাণ্ডের রায় ঘোষণার পরই মুখ খুললেন কুণাল
উত্তরবঙ্গে (North Bengal Weather) ভরপুর শীতের আমেজ রয়েছে। মাঝে তাপমাত্রা কিছুটা চড়লেও ফের নামতে শুরু করেছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামীকাল বৃষ্টি হবে না উত্তরবঙ্গে। আপাতত উত্তরের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস তেমন নেই। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, মালদা, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর কুয়াশার সতর্কবার্তা রয়েছে।