বাংলা হান্ট ডেস্ক: আজ থেকেই আবহাওয়ার বড় বদল। সকাল থেকেই একাধিক জেলায় মেঘলা আকাশ। এবার ঝেঁপে আসবে বৃষ্টি। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ থেকে টানা বেশ কয়েক দিন রাজ্যের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায়। যদিও ভারী বৃষ্টি হবে না। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কোন দিন দক্ষিণবঙ্গের কোন জেলা ভিজবে? রইল সম্পূর্ণ আপডেট। (West Bengal Weather Update)
আজ অর্থাৎ ১৯ থেকে ২০, ২২ ও ২৩ ফেব্রুয়ারি কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা। মাঝে ২১ তারিখ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে। তবে কোথাও ভারী বৃষ্টি হবে না।
আবহাওয়া দফতর সূত্রে খবর, রাজ্যে বিপরীত ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণ-পূর্ব দিক থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। তা উত্তর-পশ্চিমের শীতল বাতাসের সংস্পর্শে এসে বৃষ্টিপাত হবে। পাশাপাশি চলতি সপ্তাহে বাড়বে তাপমাত্রাও।
আবহাওয়া দপ্তর জানাচ্ছে, চলতি সপ্তাহে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার কোনও হেরফের হবে না। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। শনিবার পর্যন্ত টানা বৃষ্টি চলবে রাজ্যের একাধিক জেলায়। তবে বৃষ্টির জেরে তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই। শীতের কামব্যাকেরও সম্ভাবনা নেই।
আরও পড়ুন: জোড়া বিদায় জলসার সিরিয়ালে, রাতারাতি বদলে গেল নায়ক! এন্ট্রি নিলেন এই অভিনেতা
দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টি হবে উত্তরবঙ্গেও (North Bengal Weather)। ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। বুধবার থেকে শনিবার পর্যন্ত হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং ও কালিম্পঙের পার্বত্য এলাকায়। দার্জিলিঙের উঁচু পার্বত্য এলাকা এবং সিকিম সংলগ্ন এলাকায় হালকা তুষারপাতও হতে পারে।