সরস্বতী পুজোতেও বৃষ্টি? দক্ষিণবঙ্গের কোথায় কেমন থাকবে আবহাওয়া? ওয়েদার আপডেট

Published On:

বাংলা হান্ট ডেস্ক: আজ রবিবার সরস্বতী পুজো। শুধু আজই নয়, আগামীকাল সোমবারও সরস্বতী পুজো পড়েছে। সকাল সকাল শাড়ি-পাঞ্জাবী পরনে বিদ্যার দেবীর আরাধনা। এদিকে আবহাওয়া যা খেল দেখাচ্ছে তাতে শঙ্কায় রাজ্যবাসী। আজ আবার বৃষ্টি হবে না তো? দক্ষিণবঙ্গে (South Bengal Weather) কেমন থাকবে আবহাওয়া? উত্তরে কি আরও কুয়াশা? এই সব প্রশ্নের উত্তর মিলিয়ে রইল আজকের আবহাওয়ার খবর। (West Bengal Weather Update)

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর- South Bengal Weather

আবহাওয়া দপ্তর জানাচ্ছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার সামান্য হেরফের হবে। রবিবার থেকে দু’তিনদিনে দক্ষিণবঙ্গের জেলাগুলির রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমে যাবে। যদিও দিনের বেলায় শীতের আমেজ থাকবে না বললেই চলে। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের উপকূল সংলগ্ন কিছু জেলায় তাপমাত্রা কমতে পারে ফের। দুই থেকে তিন ডিগ্রি পারদ পতনের পূর্বাভাস রয়েছে।

আজ বৃষ্টিরও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের কোথাও। কলকাতা (Kolkata), হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া কোথাও আজ বৃষ্টি হবে না। আগামীকালও শুকনো থাকবে আবহাওয়া। বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে।

South Bengal Weather

ফেব্রুয়ারীর দ্বিতীয় সপ্তাহ থেকেই দক্ষিণবঙ্গ থেকে বিদায় নেবে শীত। ফেব্রুয়ারীর ১৫ তারিখের দিকে শীতের দুয়ারে তালা পড়তে পারে। একাধিক পশ্চিমি ঝঞ্ঝাই এ বছর শীতের বাধা। আবহাওয়া দপ্তর জানাচ্ছে ৩ ফেব্রুয়ারি নতুন করে উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমি ঝঞ্ঝা ঢুকবে। অসম, কেরল এবং রাজস্থানে ঘূর্ণাবর্ত অবস্থান করছে। উত্তুরে হাওয়া বাধা পাওয়ায় জাঁকিয়ে শীতের আর সম্ভাবনা নেই আপাতত।

আরও পড়ুন: একধাক্কায় বেড়েছে TRP, এবার “বেঙ্গল টপার” হতে নতুন নায়িকার এন্ট্রি জি এর সিরিয়ালে

এক নজরে উত্তর: উত্তরবঙ্গে (North Bengal Weather) বেশ নেমেছে তাপমাত্রা। আগামী কয়েকদিনও একই রকম তাপমাত্রা থাকার পূর্বাভাস। উত্তরের জেলাগুলিতে ঘন কুয়াশার দাপট রয়েছে। মূলত দার্জিলিং, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা, কোচবিহার সহ সব জেলাতেই কুয়াশার প্রভাব থাকবে। সতর্কতা জারি রয়েছে।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X