সাবধান! দু’ঘণ্টায় ঝড়-বৃষ্টির তোলপাড় কলকাতা সহ দক্ষিণবঙ্গের এই সব জেলায়, জারি কমলা সতর্কতা

Published On:

বাংলা হান্ট ডেস্ক: অকাল বৃষ্টিতে জেরবার রাজ্যবাসী। সকাল থেকেই মুষলধারে বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায়। সঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টি। আবহাওয়া দপ্তর জানাল, আগামী ১-২ ঘণ্টার মধ্যে ঝেঁপে বৃষ্টি নামবে কলকাতা, হাওড়া ও দুই ২৪ পরগনায়। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। (West Bengal Weather Update)

দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে! South Bengal Weather

বৃষ্টির জেরে ইতিমধ্যেই দক্ষিণবঙ্গে জারি হয়েছে কমলা-হলুদ সতর্কতা। আজ বৃষ্টি হবে বাঁকুড়া-বর্ধমানেও। আবহাওয়া দপ্তর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে তেলেঙ্গানা পর্যন্ত অক্ষরেখা রয়েছে। এর জেরে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে বঙ্গোপসাগর থেকে। এর ফলেই রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে। তার আগে পরিস্থিতি বদলের কোনো পূর্বাভাস নেই।

শুধু বৃষ্টিই নয়, সাথে দোসর হতে পারে দমকা ঝোড়ো হাওয়া। কোথাও ৩০-৪০ কিমি আবার কোথাও ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আজ দিনভর বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর পূর্ব ও পশ্চিম বর্ধমান হুগলিতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

south bengal weather rain

আরও পড়ুন: হঠাৎ রাজ্য সরকারি কর্মীদের অ্যাকাউন্টে গোলমাল! ৩-৪ দিনে সত্যিই আসবে টাকা? চিন্তায় সকলে

পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলিতে আজ শিলা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। আগামীকাল সামান্য বৃষ্টি কমতে পারে। শুক্রবার ভিজবে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ। শনি ও রবিবার ফের কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। সোমবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। (South Bengal Weather)

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X