বাংলা হান্ট ডেস্ক: ফের শীতের পথে কাঁটা পশ্চিমী ঝঞ্ঝা। আবারও আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা রাজ্যে। এদিকে চলতি সপ্তাহে রয়েছে বৃষ্টির (Rain) পূর্বাভাসও। সবমিলিয়ে শীত ঘেঁটে ঘ। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী কয়েকদিন খুব একটা তাপমাত্রার হেরফের হবে না দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। আজ কলকাতায় কেমন থাকবে আবহাওয়া? জানুন সম্পূর্ণ আপডেট। (West Bengal Weather Update)
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর (South Bengal Weather)
গত দু’দিনে সামান্য নেমেছে তাপমাত্রা। আবহাওয়া দপ্তর জানাচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা আগামী ২৪ ঘণ্টা অপরিবর্তিত থাকবে। আগামীকাল থেকে ফের বাড়তে পারে তাপমাত্রা। একধাক্কায় সর্বনিম্ন তাপমাত্রা ২ ডিগ্রি পর্যন্ত বাড়াতে পারে। অর্থাৎ ফের দিনের বেলায় উধাও হবে শীতের আমেজ।
আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৪-২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আপাতত দু’দিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। উইকেন্ডে তাপমাত্রা নামে কি না সেটাই দেখার। সপ্তাহান্তে পশ্চিমী ঝঞ্ঝা ও পুবালী হওয়ার সংঘাতে আবহাওয়া বদলের সম্ভাবনা রয়েছে।
শুক্রবার পর্যন্ত শুকনো আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে। কলকাতা (Kolkata) সহ হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে কুয়াশার প্রভাব থাকবে।
আরও পড়ুন: রাইয়ের জীবনে ঝড়, এদিকে দোলা লাগল স্রোতের মনে, বাস্তবেও প্রেম করছেন ‘মিঠিঝোরা’ নায়ক-নায়িকা!
সকালের দিকে কুয়াশা থাকবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। কোনো সতর্কতা জারি নেই। বেলা বাড়ার সাথে সাথে আকাশ পরিষ্কার হবে। পশ্চিমী ঝঞ্ঝায় শুক্রবার উত্তরবঙ্গের (North Bengal Weather) দার্জিলিং ও আশপাশের এলাকায় হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে অবশ্য বৃষ্টির পূর্বাভাস নেই। উত্তরবঙ্গের একাধিক জেলায় ঘন কুয়াশার প্রভাব থাকতে পারে। তবে খুব একটা তাপমাত্রায় হেরফের হবে না খুব বেশি।