বাংলা হান্ট ডেস্ক: বিগড়ে রয়েছে আবহাওয়ার মেজাজ। উত্তর ও দক্ষিণ (South Bengal Weather) দুই বঙ্গেই বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতা সহ একাধিক জেলায়। পাশাপাশি বইবে ঝোড়ো হাওয়া। ইতিমধ্যেই জারি হয়েছে সতর্কতা।
রবিতে কোথায় কোথায় ঝড়-বৃষ্টি? South Bengal Weather
আবহাওয়া দপ্তর জানাচ্ছে, রবিবার হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এই সব জেলায়। অধিক দুর্যোগের সতর্কতা
উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়ায়। এই সব জেলায় বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কোথাও কোথাও হাল্কা বৃষ্টি, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সতর্কতা। সোমবারও বৃষ্টির সিলসিলা জারি থাকবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। আগামীকাল দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।
সোমবার থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগ কমবে। অধিকাংশ জেলায় আবহাওয়া স্বাভাবিক হওয়ার সম্ভাবনা। কিছু কিছু জেলায় আংশিক মেঘলা থাকবে আকাশ। রবিবার মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। স্থানীয় প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে।
আগামী ৩ দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোনও জেলায় তাপমাত্রার সেভাবে হেরফের হবে না। রবিবার পর্যন্ত কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৯ থেকে ৩০ ডিগ্রির আশেপাশে থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আপাতত তাপমাত্রার হেরফের হবে না।
আরও পড়ুন: অবশেষে সরকারি কর্মীদের কাছে ‘হারল’ রাজ্য সরকার, মেটানো হবে বকেয়া, জারি নির্দেশিকা
জোড়া ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার প্রভাবে রাজ্যের ওপর এই ঝড়-বৃষ্টির পরিস্থিতি রাজ্যে। সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের (North Bengal Weather) জেলাগুলিতেও কমবেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। কোথাও ভারী বৃষ্টি হবে না। দার্জিলিঙ এবং সিকিমে হালকা তুষারপাতও হতে পারে।