বাংলা হান্ট ডেস্ক: টানা ঝড়-বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলায় জেলায়। আজও সেই ধারা অব্যাহত থাকবে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঝড়বৃষ্টির হবে। বৃষ্টির সঙ্গে প্রচন্ড বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আবার শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। কবে থেকে আবহাওয়ার উন্নতি? জানুন পূর্বাভাস। (West Bengal Weather Update)
দক্ষিণবঙ্গে কতদিন বৃষ্টি? South Bengal Weather
আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কোথাও কোথাও হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও শিলাবৃষ্টি এবং দমকা ঝড়ো বাতাস বইতে পারে। রয়েছে বজ্রপাতের আশঙ্কাও।
আগামী ২৪ ঘণ্টা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ ও নদীয়ায়। পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস।
সোমবারও বৃষ্টির সিলসিলা জারি থাকবে। আগামীকাল বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে। তবে তারপর থেকে আবহাওয়ার বদল হবে। মঙ্গলবার আংশিক মেঘলা থাকতে পারে আকাশ। বেলা বাড়ার সাথে সাথে পরিষ্কার আকাশের সম্ভাবনা।
আবহাওয়া দপ্তর জানাচ্ছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে তেলেঙ্গানা পর্যন্ত রয়েছে অক্ষরেখা। এর প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে। যার ফলে এই বৃষ্টি। সোমবার থেকে ধীরে ধীরে আকাশ পরিষ্কার হবে। আগামী ৩ দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোনও জেলায় তাপমাত্রার সেভাবে হেরফের হবে না। রবিবার পর্যন্ত কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৯ থেকে ৩০ ডিগ্রির আশেপাশে থাকবে।
আরও পড়ুন: ‘নোংরা চরিত্রটা সবার সামনে…’, পরিবার অ্যাওয়ার্ডে সাফল্যের পরেই হুমকি ‘কথা’ সুস্মিতার প্রাক্তনের!
আজ বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা সম্ভাবনা উত্তরবঙ্গের (North Bengal Weather) সব জেলাতেই। জলপাইগুড়ি, কোচবিহার-সহ উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা বৃষ্টি হতে পারে। তবে কোথাও ভারী বৃষ্টি হবে না। দার্জিলিঙ এবং সিকিমে হালকা তুষারপাতও হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী ২ দিনে তাপমাত্রার হেরফের হবে না।