এবার আর শীত পড়বে না দক্ষিণবঙ্গে! বিদায়ের দিনক্ষণ জানিয়ে দিল আবহাওয়া দপ্তর

বাংলা হান্ট ডেস্ক: ভরা মাঘে দক্ষিণবঙ্গ (South Bengal Weather) থেকে উধাও শীত। ক্রমেই বাড়ছে তাপমাত্রা। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, চলতি সপ্তাহে তাপমাত্রা বাড়তে পারে বেশ কিছুটা। পরপর পশ্চিমী ঝঞ্ঝার জেরে এই চিত্র বাংলায়। তাহলে কি এবারের মত উধাও শীত? নাকি ফের শীতের কামব্যাক? কি বলছে আবহাওয়া দপ্তর? (West Bengal Weather Update)

আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী ২৪ ঘণ্টায় কুয়াশার দাপট থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের একাধিক জেলা বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা সহ একাধিক জেলায় ঘন কুয়াশা থাকতে পারে। আপাতত দক্ষিণবঙ্গে শীতের আমেজ বজায় থাকলেও জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। উল্টে বাড়বে তাপমাত্রা।

কলকাতাতেও আপাতত তাপমাত্রা নামার সম্ভাবনা নেই। এমনকি চলতি মরশুমে জাঁকিয়ে শীত পড়ারও আর সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। মাঝে তাপমাত্রার পারদ সামান্য নামতে আগামী ২৬ জানুয়ারি অর্থাৎ রবিবার থেকে। তারপর থেকে কয়েকদিন শীতের আমেজ ফিরলেও সরস্বতী পুজোর পরই বাংলা থেকে শীত বিদায়। তারপর বাড়বে তাপমাত্রা।

south bengal weather

আপাতত কলকাতা (Kolkata), হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। শুক্রবার পর্যন্ত ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে সর্বনিম্ন তাপমাত্রা। তারপর সামান্য তাপমাত্রা নামবে।

Temperature drop South Bengal weather Kolkata North Bengal West Bengal weather update

আরও পড়ুন: দক্ষিণবঙ্গে বাড়ছে তাপমাত্রা! এরই মধ্যে হাজির বৃষ্টি, এক নজরে আবহাওয়ার খবর

এদিকে উত্তরবঙ্গে ফের নেমেছে পারদ। বৃষ্টির সম্ভাবনাও রয়েছে উত্তরবঙ্গের (North Bengal Weather) দার্জিলিঙের পার্বত্য এলাকায়ও। হালকা বৃষ্টি ও তুষারপাত হতে পারে। উত্তরবঙ্গে আপাতত একই রকম থাকবে তাপমাত্রা। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ঘন কুয়াশায় সতর্কতা জারি রয়েছে। উইকেন্ডে তাপমাত্রা নামার পূর্বাভাস উত্তরের জেলাগুলিতে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর