বাংলা হান্ট ডেস্ক: ভরা ফাল্গুনে অকাল বর্ষণে ভিজছে বাংলা। ঝড়-বৃষ্টি, শিলাবৃষ্টি কিছুই বাকি নেই। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আজও ভিজবে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রয়েছে জোড়া ওয়েদার সিস্টেম। উত্তর-পশ্চিম ভারতের হরিয়ানায় রয়েছে ঘূর্ণাবর্ত। নিম্নচাপ অক্ষরেখা রয়েছে নাগাল্যান্ড থেকে বিস্তৃত।
আজ কোথায় কোথায় বৃষ্টি? (South Bengal Weather)
দক্ষিণবঙ্গের সর্বত্র আজ বর্ষণের সম্ভাবনা নেই। বৃষ্টি হতে পারে কেবল দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। যদিও ভারী বৃষ্টি হবে না। হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। আজও রাজ্যের একাধিক জেলায় মেঘলা আকাশ থাকতে পারে। তবে বিকেলের পর থেকে দুর্যোগ ধীরে ধীরে কমবে।
আজ বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতায়। চলতি সপ্তাহে সেভাবে আর বৃষ্টির কোনো পূর্বাভাস নেই শহরে। মঙ্গলবার থেকে আবহাওয়ার উন্নতি হবে। তারপর থেকে গোটা সপ্তাহ শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। টানা বৃষ্টির জেরে ফের তাপমাত্রা নামবে দক্ষিণবঙ্গে। আগামী দু-তিনদিনে তাপমাত্রা বেশ কিছুটা নামতে পারে। ৩ ডিগ্রি সেলসিয়াস মত তাপমাত্রা কমার পূর্বাভাস। তারপর থেকে ফের পাল্টি। বাড়বে তাপমাত্রা।
আরও পড়ুন: শেষের আগে “মোক্ষম” চমক! ৩ বছর পার করে দুর্দান্ত কামব্যাক, TRP-র খেল জমিয়ে দিল “টপার” মেগা
এক নজরে উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal Weather):
উত্তরবঙ্গে (North Bengal Weather) কমেছে শীতের আমেজ। সকালের দিকে দার্জিলিং ও জলপাইগুড়িতে কুয়াশার সম্ভাবনা রয়েছে। সোমবার দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় এবং সিকিমে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে। ৩ ডিগ্রি সেলসিয়াস মত তাপমাত্রা নামতে পারে আগামী দু’দিনে।