বাংলা হান্ট ডেস্ক: ফের আবহাওয়ার বড়সড় বদল। দুর্যোগ কিছুটা কমার পর থেকেই দক্ষিণবঙ্গে (South Bengal Weather) শীতের আমেজ। এরই মধ্যে এক ধাক্কায় ৩ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে পারদ, এমনটাই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। তাহলে কি ফের শীতের কামব্যাক? জানুন আপডেট। (West Bengal Weather Update)
সোমবারও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আজ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। যদিও ভারী বৃষ্টি হবে না কোথাও। হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে রাজ্যের একাধিক জেলায় মেঘলা আকাশ থাকতে পারে। এরপর মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে আর বৃষ্টির পূর্বাভাস নেই।
দক্ষিণবঙ্গে নামবে তাপমাত্রা-South Bengal Weather
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী ৪৮ ঘণ্টায় ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নেমে যেতে পারে বলে হাওয়া অফিস জানিয়েছে। তাহলে কি ফের কামব্যাক শীতের? উত্তরটা, না। তাপমাত্রার এই পতনের জেরে নতুন করে শীতের অনুভূতি ফিরবে না। তবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে মনোরম আবহাওয়া থাকবে। যদিও তা বেশিদিন স্থায়ী হবে না।
আবহাওয়া দপ্তর জানাচ্ছে, মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে। শহর কলকাতাতেও আপাতত মনোরম আবহাওয়া থাকবে। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই আগামী রবিবার পর্যন্ত। আগামী দু’দিনে দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে কলকাতায়। ৩ ডিগ্রি সেলসিয়াস মত তাপমাত্রা নামবে উত্তরবঙ্গেও।
আরও পড়ুন: সুপ্রিম কোর্টের রায়ের ‘১৮-জে’ নম্বর পয়েন্ট! তাতেই কপাল পুড়ল পার্থর, কি বলা আছে সেখানে?
উত্তরবঙ্গের (North Bengal Weather) দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় এবং সিকিমে তুষারপাতের সম্ভাবনা রয়েছে সোমবার। এছাড়া মঙ্গলবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে। দার্জিলিং ও জলপাইগুড়িতে কুয়াশার প্রভাবও লক্ষ্য করা যাবে।