আজ ঝেঁপে বৃষ্টি এই সব জেলায়! দক্ষিণবঙ্গে কি আরও নামবে তাপমাত্রা? আবহাওয়ার খবর

বাংলা হান্ট ডেস্ক: অক্ষরে অক্ষরে মিলছে পূর্বাভাস। একধাক্কায় অনেকটাই নেমেছে তাপমাত্রা। দক্ষিণবঙ্গ জুড়ে এবারে শীতের আমেজ। তবে খুব বেশিক্ষণের জন্য নয়। বুধবার থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) তাপমাত্রা উর্দ্ধমুখী হওয়ার সম্ভাবনা। পশ্চিমী ঝঞ্ঝার জেরে ফের আবহাওয়ার বদলের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।

দক্ষিণবঙ্গের আবহাওয়া-South Bengal Weather

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, জানুয়ারিতে দক্ষিণবঙ্গে শীতের আমেজ থাকলেও ফেব্রুয়ারীর শুরু থেকেই উধাও হবে শীত। ২ ফেব্রুয়ারী সরস্বতী পুজোয় ঠান্ডা একেবারেই থাকবে না। উত্তর-পূর্ব মৌসুমী বায়ু দক্ষিণ ভারত থেকে বিদায় নিচ্ছে। নতুন করে এক পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে ২৯ জানুয়ারি। এরপরই ১ ফেব্রুয়ারিও আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে উত্তর পশ্চিম ভারতে। সবমিলিয়ে চড়বে পারদ।

উইকেন্ডেই গরমের আভাস মিলতে পারে। সপ্তাহান্তে ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়বে। শহরে সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি এবং সর্বোচ্চ উঠতে পারে প্রায় ২৯ ডিগ্রিতে পৌঁছে যেতে পারে। আগামীকাল থেকেই ফের তাপমাত্রা বাড়বে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে। আপাতত ৩১ জানুয়ারি পর্যন্ত কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর কোথাও বৃষ্টি হবে না।

বৃষ্টি হবে না পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া,পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতেও। সর্বত্র শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। তবে গরম আর বেশিদূরে নেই বললেই চলে। আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কুয়াশার দাপট থাকবে।

আরও পড়ুন: রাত পোহালেই বৃষ্টি! দক্ষিণবঙ্গে শীত বিদায়ের দিনক্ষণ জানিয়ে দিল আবহাওয়া দপ্তর, এবার গরম শুরু…

south bengal weather

এক নজরে উত্তর: উত্তরবঙ্গেও (North Bengal Weather) তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি হয়েছে। মঙ্গলবার হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং এ। শিলাবৃষ্টির পাশাপাশি তুষারপাতের সম্ভাবনাও রয়েছে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায়।

 

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর