ফের দক্ষিণবঙ্গে ফিরছে শীত, আজ বৃষ্টির সম্ভাবনা কতটা? আবহাওয়ার খবর

বাংলা হান্ট ডেস্ক: গতকাল ভালোর ওপর কেটেছে দিনটা। আজও সরস্বতী পুজো। সকাল থেকে ঘন কুয়াশায় ঢাকা একাধিক এলাকা। দক্ষিণবঙ্গের (South Bengal Weather) কোথাও কোথাও মেঘলা আকাশ। আজ কেমন থাকবে আবহাওয়া? বৃষ্টি কি হবে? জানুন আবহাওয়ার সম্পূর্ণ আপডেট। (West Bengal Weather Update)

দক্ষিণবঙ্গে (South Bengal Weather) বর্তমানে শীতের আমেজ প্রায় না বললেই চলে। দিনের বেলায় রীতিমতো গরম। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ তাপমাত্রায় বিশেষ কোনও হেরফের হবে না। তবে আগামীকাল থেকে ফের তাপমাত্রা নামতে পারে। ফলে শেষ বেলায় কিছুটা শীত ফিরবে।

দক্ষিণবঙ্গে বাড়ছে তাপমাত্রা-South Bengal Weather

আবহাওয়া দফতর সূত্রে খবর, ফেব্রুয়ারির মাঝামাঝিতে শীত বাংলা থেকে বিদায় নেবে। আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী কিছু জেলায় তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। আজ ৩ ফেব্রুয়ারি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর পশ্চিম ভারতে। ওদিকে উত্তর ভারতে জেড স্ট্রিম উইন্ড রয়েছে। অসম এবং রাজস্থানে রয়েছে দুটি ঘূর্ণাবর্ত।

দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কুয়াশার দাপট রয়েছে। আগামী কয়েকদিন তা বজায় থাকবে। কুয়াশার অধিক প্রভাব থাকবে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে। কুয়াশার জন্য জারি হয়েছে সতর্কতা।

আরও পড়ুন: বিপরীতে কড়া প্রতিপক্ষ, TRP টপারকে এঁটে উঠতে নয়া নায়িকা আমদানি করল জলসার এই মেগা

আবহাওয়া দপ্তর সূত্রে খবর দক্ষিণবঙ্গের কোথাও কোথাও আকাশ মেঘলা থাকলেও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতা (Kolkata), হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া কোথাও বৃষ্টি হবে না।

South Bengal Weather

এক নজরে উত্তর: উত্তরবঙ্গে (North Bengal Weather) আপাতত একই রকম থাকবে তাপমাত্রা। পাশাপাশি ভোগাবে ঘন কুয়াশা। দার্জিলিং, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা, কোচবিহার সহ সব জেলাতেই কুয়াশার জন্য সতর্কতা জারি রয়েছে। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই কোনো জেলাতেই।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর