বাংলা হান্ট ডেস্ক: সরস্বতী পুজোয় দক্ষিণবঙ্গ (South Bengal Weather) থেকে উধাও শীতের আমেজ। কুয়াশার দাপট থাকলেও ঠান্ডা নেই বললেই চলে। তাহলে কি শীত এবারের মত শেষ? আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী ২৪ ঘণ্টা বাদেই আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে। ফের দক্ষিণবঙ্গে নামবে তাপমাত্রা। ফিরবে শীতের (Winter) আমেজ।
আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রার বিশেষ কোনও হেরফের হবে না। আগামীকাল থেকে দু’-তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী কিছু জেলায় তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত কমার সম্ভাবনা। তারপর ফের বাড়বে তাপমাত্রা। ফেব্রুয়ারির মাঝামাঝিতে শীত বাংলা থেকে বিদায় নেবে।
আপাতত দক্ষিণবঙ্গের কলকাতা (Kolkata), উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান সর্বত্রই কুয়াশার দাপট থাকবে। একাধিক জায়গায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী সাতদিন শুষ্ক আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে। কোথাও কোথাও আকাশ মেঘলা থাকলেও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতা (Kolkata), হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া সর্বত্র শুকনো আবহাওয়া বিরাজ করবে।
আরও পড়ুন: অতীতের ধাক্কা থেকে চরম শিক্ষা! এবার বড় সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার
এক নজরে উত্তর: উত্তরবঙ্গে (North Bengal Weather) আগামী পাঁচদিন তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না। দার্জিলিং, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা, কোচবিহার সহ সব জেলাতেই কুয়াশার জন্য সতর্কতা জারি রয়েছে। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়া বিরাজ করবে।