বাংলা হান্ট ডেস্ক: ক্ষণে ক্ষণে রূপ বদলাচ্ছে আবহাওয়া। এই ঠান্ডা তো এই গরমের ফিল। গত দু’দিনে বেশ খানিকটা তাপমাত্রা নেমেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে আজও ৪ ডিগ্রি সেলসিয়াস মত তাপমাত্রা কমতে পারে। তারপর অবশ্য চড়বে পারদ। শুরু হবে গরম। (West Bengal Weather Update)
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, দক্ষিণবঙ্গে আজ শীতের আমেজ থাকলেও বৃহস্পতিবার থেকে ফের পারদ ঊর্ধ্বমুখী হবে। সপ্তাহান্তে তাপমাত্রা আবার সামান্য কমতে পারে। তবে শীতের আমেজ আর ফিরবে না। ফেব্রুয়ারীর মাঝামাঝি সময়েই পাকাপাকিভাবে বিদায় নেবে শীত।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, জোড়া পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকছে গোটা দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার থেকে ঊর্ধ্বমুখী হবে পারদ। ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়ার সম্ভাবনা। সপ্তাহান্তে তাপমাত্রা নামলেও তা স্থায়ী হবে না।
দক্ষিণবঙ্গের কিছু জেলায় মেঘলা আকাশ থাকতে পারে। তবে বৃষ্টির সম্ভাবনা নেই চলতি সপ্তাহে। কলকাতা (Kolkata), হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া সর্বত্র শুষ্ক আবহাওয়া থাকবে।
আরও পড়ুন: নতুন দায়িত্ব পেয়ে আবেগে ভাসলেন রতন টাটার “বন্ধু” শান্তনু! লিখলেন মনের কথা, জানলে চোখ ভিজবে আপনারও
তাপমাত্রা বাড়লেও কলকাতা (Kolkata) সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই কম-বেশি কুয়াশার প্রভাব থাকবে। ঘন কুয়াশা থাকতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। চলতি সপ্তাহে উত্তরে (North Bengal Weather) তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। বৃষ্টিও হবে না আপাতত উত্তরবঙ্গের কোনো জেলাতে।