রেডি থাকুন! রাত পোহালেই কাঁপবে দক্ষিণবঙ্গ, কতটা নামবে তাপমাত্রা? আবহাওয়ার আগাম খবর

বাংলা হান্ট ডেস্ক: কলকাতা সহ দক্ষিণবঙ্গে (South Bengal Weather) ভরা শীতের আমেজ। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এক ধাক্কায় ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমেছে। ফের জমিয়ে শীতের আমেজ। তাহলে কি আরও নামবে তাপমাত্রা? আবহাওয়া দপ্তর জানাচ্ছে, এই শীত ক্ষণস্থায়ী। সোমবার থেকে ফের ঊর্ধ্বমুখী হবে পারদ। বিদায় নেবে শীত।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, রবিবার শীতের আমেজ থাকবে গোটা রাজ্যেই। মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা আরও কমতে পারে। তবে সোমবার থেকেই ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। ১১ ফেব্রুয়ারি থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ২-৩ ডিগ্রি করে বাড়তে পারে। তারপর আর ঠান্ডার কামব্যাকের সেরম পূর্বাভাস আপাতত নেই।

South Bengal Weather

বর্তমানে পশ্চিমী ঝঞ্ঝার বাধা কেটে যাওয়ায় উত্তরে হিমালয় থেকে শীতল হাওয়া বাংলায় ঢুকতে শুরু করেছে। যার জেরে তাপমাত্রা নেমেছে। আগামীকাল দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যেতে পারে। তবে ফের পশ্চিমি ঝঞ্ঝার জেরে আগামী সপ্তাহ থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে।

South Bengal Weather

আপাতত বুধবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। কলকাতা (Kolkata), হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টি হবে না। শনিবার থেকে কুয়াশার প্রভাবও কিছুটা কমেছে দক্ষিণবঙ্গে।

Winter in North Bengal South Bengal weather Kolkata West Bengal weather update 7th February

আরও পড়ুন:

উত্তরের (North Bengal Weather) দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর সহ অধিকাংশ জেলায় কুয়াশার দাপট থাকতে পারে। আগামী ২ দিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা আরও নামার সম্ভাবনা। আপাতত দক্ষিণবঙ্গের সর্বত্র শুষ্ক আবহাওয়া বিরাজ করবে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর