বাংলা হান্ট ডেস্ক: বেশ কিছুটা নেমেছে তাপমাত্রা। আবহাওয়া দপ্তর (Weather Department) জানাচ্ছে আপাতত শীতের আমেজ বজায় থাকবে গোটা রাজ্যে। তবে সপ্তাহান্তে ফের ইউটার্ন নেবে আবহাওয়া। চড়বে পারদ। চলতি সপ্তাহে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে রাজ্যের একাধিক জেলায়। দক্ষিণবঙ্গ (South Bengal Weather) কি ভিজবে? কি জানাচ্ছে হাওয়া অফিস? রইল সম্পূর্ণ পূর্বাভাস।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া কোনো জেলাতেই বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। শুকনো আবহাওয়া বিরাজ করবে দক্ষিণবঙ্গে।
১০ জানুয়ারি বৃষ্টি হবে না উত্তরবঙ্গেও (North Bengal Weather)। উত্তরের একাধিক জেলা দার্জিলিঙ, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে কুয়াশার দাপট থাকবে। সকালের দিকে মাঝারি কুয়াশার প্রভাব লক্ষ্য করা যাবে। বেলা বাড়লে কিছুটা পরিষ্কার হবে আকাশ। অর্থাৎ শুক্রে শুষ্ক থাকবার গোটা রাজ্যই।
কুয়াশার প্রভাব থাকবে দক্ষিণবঙ্গেও। কলকাতা, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর হুগলি নদিয়া মুর্শিদাবাদ বীরভূম, পূর্ব-পশ্চিম বর্ধমানে ভোর এবং সকালের দিকে কুয়াশা থাকবে। রবিবার থেকে তাপমাত্রা ফের বাড়বে দক্ষিণবঙ্গে। ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়ার পূর্বাভাস।
আরও পড়ুন: দীর্ঘ ১৫ বছর পর ফিরছে বেহুলা-লখিন্দর জুটি! আবেগঘন দর্শকরা, কোন সিরিয়ালে?
আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় আবহাওয়া শুকনো থাকবে। আগামী ২ দিন দক্ষিণবঙ্গের তাপমাত্রা অপরিবর্তিত থেকে ফের তা ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে। আগামীকাল ঘন কুয়াশার হলুদ সতর্কতা জারি রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে। এরপর ১৩ তারিখ উত্তরে বৃষ্টির পূর্বাভাস। ভিজতে পারে দার্জিলিং এবং কালিম্পঙ।