বাংলা হান্ট ডেস্ক: শীতের লুকোচুরি। এই বাড়ছে এই এই উধাও। এরই মধ্যে একদিন বাদে পৌষ সংক্রান্তি। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, সংক্রান্তিতে দক্ষিণবঙ্গে (South Bengal Weather) জাঁকিয়ে শীত তো দূর উল্টে বাড়বে তাপমাত্রা। পারদ চড়বে আগামীকাল থেকেই। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প বাতাসে প্রবেশ করছে। ফলত আগামী কয়েকদিন আকাশ আংশিক মেঘলা থাকবে। সাথেই বাড়বে তাপমাত্রা।
দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather)
আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী দু’দিন তাপমাত্রা কিছু বাড়বে। ২-৩ডিগ্রি সেলসিয়াস তামপাত্রা বাড়ার পূর্বাভাস গোটা দক্ষিণবঙ্গেই। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ঠাণ্ডা কমতে শুরু করবে আজ থেকেই। এরপর মঙ্গলবারের মধ্যে দক্ষিণবঙ্গে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়বে বলে পূর্বাভাস। নতুন সপ্তাহের শুরুতেই কিছুটা কমবে শীতের আমেজ।
দক্ষিণবঙ্গের কোথাও আজ বা আগামীকাল বৃষ্টির সম্ভাবনা নেই। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া , পূর্ব মেদিনীপুর , বীরভূম, নদিয়া সহ প্রায় সব জেলাতেই কুয়াশার দাপট থাকবে। আগামী তিন দিন দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টি হবে না আপাতত।
মাঘের শুরুতে আবার ফিরতে পারে ঠাণ্ডা। তবে হাড় কাঁপানো ঠান্ডা নিয়ে এখনও কোনো আশার খবর শোনাতে পারেনি আবহাওয়া দপ্তর। আগামীকাল কলকাতার (Kolkata) সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। অর্থাৎ স্বাভাবিকের চেয়ে বেশি।
আরও পড়ুন: ‘এখান থেকে টিপবে… ওখানে ধপাধপ’! ফের বাংলাদেশকে চরম আক্রমণ শুভেন্দু অধিকারীর
এক নজরে উত্তর: আগামীকাল থেকে উত্তরবঙ্গের (North Bengal Weather) জেলাগুলিতেও তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে পূর্বাভাস। উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলায় দার্জিলিং এবং কালিম্পঙে হালকা বৃষ্টি হতে পারে সোমবার। তবে ভারী বৃষ্টি হবে না। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এছাড়া উত্তরের বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে।