বাংলা হান্ট ডেস্ক: পৌষের শেষে ফের ঠান্ডা কিছুটা কমছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। আজ থেকে দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা ২ ডিগ্রি বাড়তে পারে। তবে বেশিদিন চলবে না। বুধবার থেকেই একাধিক জেলায় তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমবে। এদিকে পূর্ব শ্রীলঙ্কা এবং সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপরে রয়েছে ঘূর্ণাবর্ত। তার জেরে শীতের মাঝেও কি বৃষ্টি হবে এ রাজ্যে?
দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather)
আবহাওয়া দপ্তর জানাচ্ছে, সাগরে থাকা ঘূর্ণাবর্তের জেরে বুধবার পর্যন্ত তামিলনাড়ু, পুদুচেরি সহ বেশ কিছু রাজ্যে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। তবে পশ্চিমবঙ্গে আপাতত বর্ষণের কোনো পূর্বাভাস নেই। শনিবার পর্যন্ত শুষ্ক আবহাওয়া বিরাজ করবে দক্ষিণবঙ্গে।
বৃষ্টি হবে না দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া , পূর্ব মেদিনীপুর , বীরভূম, নদিয়া সহ প্রায় সব জেলাতেই কুয়াশার দাপট থাকবে। আগামী তিন দিন দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া কোথাও।
বৃষ্টি না হলেও কুয়াশার প্রভাব থাকবে। দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা (Kolkata) সহ প্রায় সব জেলাতেই হালকা কুয়াশা থাকতে পারে। যদিও কুয়াশার কোনও সতর্কতা জারি করা হয়নি। আগামী কয়েকদিনে কলকাতায় শীতের আমেজ কিছুটা কমবে। আগামীকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রির আশেপাশে থাকতে পারে।
আরও পড়ুন: বেসরকারি নয়, সরকারি স্কুলেই আগ্রহ বাড়ছে পশ্চিমবঙ্গের পড়ুয়াদের! কেন্দ্রের রিপোর্টে উজ্জ্বল বাংলার মুখ
১৫ তারিখ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি থাকতে পারে। তবে ১৬ তারিখ থেকে ফের পারদ পতন হবে। শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের (North Bengal Weather) অধিকাংশ জেলায় আবহাওয়া আপাতত শুষ্কই থাকবে। তাপমাত্রা কিছুটা চড়বে আজ ও আগামীকাল। পাশাপাশি উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলায় দার্জিলিং এবং কালিম্পঙে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার।