বাংলাহান্ট ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় অনেক সময় নাগরিকরা বিভিন্ন অভাব অভিযোগ তুলে ধরেন। কখনো রাস্তায় জমা জল, আবার কখনো খানাখন্দে ভরা রাস্তা, এসব কিছু দেখতে অভ্যস্ত আমরা। কিন্তু কখনো দেখেছেন কি পিচ ঢালা নতুন রাস্তা হাত দিয়ে টানলে উঠে আসছে চাদরের মতো? এমন তাজ্জব করে দেওয়া ঘটনা ঘটেছে মহারাষ্ট্রে।
গ্রামবাসীরা সেই ঘটনার ভিডিও তুলেছেন। সেই ভিডিও এখন রীতিমত ভাইরাল সোশ্যাল মাধ্যমে।যতদিন গেছে তত উন্নত হয়েছে আমাদের ইঞ্জিনিয়ারিং ব্যবস্থা। নিত্য নতুন প্রযুক্তি ব্যবহার করে প্রযুক্তিবিদরা আমাদের উপহার দিচ্ছেন এক আধুনিক জীবনযাত্রা। কিন্তু কখনো চাদরের মতো রাস্তা আপনারা দেখেছেন কি? হয়তো না।
এই ধরনের প্রযুক্তি এখনো আবিষ্কার হয়নি। তবে মহারাষ্ট্রের জালনা জেলার কারজাত-হাস্ত পোখারিতে যে ঘটনা ঘটেছে তা অবাক করে দিয়েছে সবাইকে। এই এলাকার সম্প্রতি একটি ভিডিও সামনে এসেছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে হাত দিয়ে রাস্তা টানলে তা চাদরের মতো উঠে আসছে। চাদরের উপর পিচ ও স্টোন চিপ দিয়ে তৈরি করা হয়েছে এই রাস্তা।
এই রাস্তা তৈরীর দায়িত্বে থাকা ইঞ্জিনিয়ার প্রথমে বলেছিলেন যে তিনি জার্মান প্রযুক্তি ব্যবহার করে রাস্তা তৈরি করবেন। কিন্তু রাস্তা তৈরির পর দেখা যায় এর বেহাল অবস্থা। এই রাস্তাটি তৈরি হয়েছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অধীনে। নতুন রাস্তা তৈরি হওয়ার পর বেহাল হয়ে পড়ায় বিক্ষোভ শুরু করেন গ্রামবাসীরা।
https://twitter.com/DcWalaDesi/status/1663907186290950145?s=20
৩৮ সেকেন্ডের যে ভিডিওটি ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে গ্রামের বাসিন্দারা রানা ঠাকুর নামে এক ঠিকাদারের কাজের সমালোচনা করছেন। সেই ভিডিওতে দেখা যাচ্ছে চাদরের উপর পিচ ও স্টোন চিপ দিয়ে রাস্তা তৈরি করে দেওয়া হয়েছে। এই ঘটনা সামনে আসার পর সোশ্যাল মিডিয়ায় অনেকেই কটাক্ষ করছেন ঠিকাদার সংস্থা ও সরকারকে।