বাংলাহান্ট ডেস্ক : বাজারে পেট্রোলের থেকে খানিকটা হলেও সস্তা ডিজেল (Diesel)। বর্তমানে খুব একটা পার্থক্য না থাকলেও একটা সময় ছিল যখন ডিজেলের দাম পেট্রোলের থেকে অনেকটাই কম থাকতো। তবে আপনাদের মনে কি কখনো এই প্রশ্ন এসেছে যে মোটরবাইক কেন শুধুমাত্র পেট্রোলেই চলে? অপেক্ষাকৃত সস্তা ডিজেলে কেন সাধারণ মোটর গাড়ি চলেনা?
তবে একটা সময় ডিজেল চালিত বাইক ছিল। আজ থেকে প্রায় ২০-৩০ বছর আগে অ্যাম্বাসেডর কোম্পানি ডিজেল চালিত মোটরবাইক বানাতো। সেই সময় সেগুলি বেশ জনপ্রিয়ও ছিল। বেশ কিছু কারণ রয়েছে পেট্রোল দিয়ে বাইক চালানোর পিছনে। বাইকের ইঞ্জিন ও ডিজাইন এমনভাবে তৈরি করা হয় যেগুলি শুধুমাত্র পেট্রোলেই চলা সম্ভব।
সেই ইঞ্জিনে যদি ডিজেল ঢেলে বাইক চালাতে চান তাহলে তা সম্ভব হবে না। পেট্রোলের থেকে ডিজেলের ঘনত্ব অনেক বেশি হয়। এর ফলে ডিজেলে দহন দেওয়ার জন্য অনেক বেশি চাপ সৃষ্টি করতে হয় ইঞ্জিনকে। সেই চাপ সৃষ্টি করার ক্ষমতা বাইকের ইঞ্জিনে থাকে না। এছাড়াও, ডিজেল ইঞ্জিনের চাপের অনুপাত পেট্রোল ইঞ্জিনের চাপের অনুপাতের থেকে বেশি।
এটিও একটি কারণ ডিজেল দিয়ে বাইক না চলার ক্ষেত্রে।এছাড়াও শব্দ ও কম্পন অপেক্ষাকৃত বেশি ডিজেল চালিত ইঞ্জিনে। বাইকের ইঞ্জিনে সেই শব্দ ও কম্পন সহ্য করার ক্ষমতা থাকে না। তাই বাইকে ডিজেল ঢাললে তা কাজ করা বন্ধ করে দেয়। কিন্তু ভুল করে আপনি যদি বাইকে পেট্রোলের বদলে ডিজেল ঢেলে ফেলেন তাহলে কী হবে?
যদি আপনার বাইকে সামান্য পেট্রোল অবশিষ্ট থাকে তাহলে সেটি না শেষ হওয়া পর্যন্ত বাইক চলবে। কিন্তু পেট্রোল ফুরিয়ে গেলে বাইক আর চলবে না। আপনাকে অবশিষ্ট ডিজেল বের করে ফেলতে হবে ফুয়েল পাইপের সাহায্যে। এরপর আপনাকে ভর্তি করতে হবে পেট্রোল। তাহলে বাইক আবার পুনরায় আগের মতো চলা শুরু করবে।