বাংলা হান্ট ডেস্ক : ভারতে (Bharat) বসেই ভারত মায়ের জয়ধ্বনি দেওয়া যে বড় অপরাধ এই বিষয়টা হয়তো সবারই কল্পনাতীত। পড়শীদেশ রাষ্ট্র পাকিস্তানে দাঁড়িয়ে ‘হিন্দুস্তান জিন্দাবাদ’ (Hindustan Jindabad) এর স্লোগান দেওয়ার ফলে গর্দান যাওয়ার ঘটনা হয়ত অতটাও অবাক করবেনা। কিন্তু ভারতের ভূমিতে দাঁড়িয়ে ‘হিন্দুস্তান জিন্দাবাদ’ বলার কারণে প্রাণ যেতে পারে এমনটা কেউ ভাবতে না পারলেও বাস্তবে তেমনটাই ঘটেছে। মর্মান্তিক এই ঘটনাটি সারাদেশেই বিরাট উত্তেজনার সৃষ্টি করেছে।
সম্প্রতি ‘হিন্দুস্তান জিন্দাবাদ’ বলার কারণে ৩০ বছর বয়সী যুবককে পিটিয়ে খুন করল তার বন্ধু তাসাব্বুর, ফৈজলরা। ঘটনাটি ঘটেছে ছত্তীশগঢ়ের ভিলাইতে। সূত্রের খবর, বছর ৩০ এর যুবক মলকিত সিং গত ১৫ সেপ্টেম্বর নিজের মোবাইল ফোনে ‘গদর ২’ (Gadar 2) দেখছিলেন। সেখান থেকেই উদ্বুদ্ধ হয়ে ‘হিন্দুস্তান জিন্দাবাদ’ এর স্লোগান দেন তিনি।
এই স্লোগানই তার কাছে কাল হয়ে দাঁড়াল। সিনেমাটি দেখতে দেখতে ‘হিন্দুস্তান জিন্দাবাদ’ এর স্লোগান দেওয়ার ফলে তার ‘বন্ধু’ তাসাব্বুর, ফৈজল, শুভম লাহারে ও তরুণ নিশাদ ভাবেন তাদের উত্যক্ত করার জন্যই নাকি ইচ্ছাকৃত স্লোগান দিয়েছেন মলকিত। এরপরই তাকে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করেন বন্ধুরা। যদিও এটা স্পষ্ট নয় যে, হিন্দুস্তান জিন্দাবাদের স্লোগান দেওয়ার ফলে তাসাব্বুর, ফৈজলদের কেন মনে হয়েছে তারা উত্যক্ত হবেন।
আরও পড়ুন : ‘৪ ঘন্টা হোটেল রুমে জায়েদ-সায়ন্তিকা’, কী করছিলেন? এবার অভিনেত্রীর চরিত্র নিয়ে প্রশ্ন
স্থানীয় এক ব্যক্তি তাকে রাইপুরের রামকৃষ্ণ কেয়ার হসপিটালে ভর্তি করলেও শেষরক্ষা হয়নি। এদিকে তাসাব্বুর, ফৈজল সহ চারজনকে গ্রেফতার করা হলেও একজন এখনো পলাতক। তার খোঁজ চালাচ্ছে পুলিশ প্রশাসন। আর এই ঘটনা ঘিরে বিক্ষিপ্ত বিক্ষোভে সামিল পুরো এলাকা। অপারধীদের কঠিন থেকে কঠিনতম শাস্তির দাবী স্থানীয়দের।
আরও পড়ুন : ‘আমাদের ভাবতে হবে…’, বাংলা সিরিয়ালের দুর্গতি নিয়ে মুখ খুললেন লীনা গাঙ্গুলী, অঙ্কিতারা
ঘটনার পর যুবকের পরিবার সহ আত্মীয়স্বজন এবং স্থানীয় শিখ সম্প্রদায়ের সকল সদস্যরা খুরসিপর পুলিশ স্টেশনে পৌঁছে বিক্ষোভ দেখিয়েছেন। সেখানে তাদের অভিযোগ জানিয়ে জাতীয় সড়ক অবরোধ করেন। একইসাথে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ ও মলকিতের স্ত্রীয়ের জন্য সরকারি চাকরিরও দাবিও করা হয়। তবে ‘হিন্দুস্তান জিন্দাবাদ’ সংলাপই যে এত বড় সর্বনাশ ডেকে আনবে, তা ভারতবাসীর কাছে কল্পনাতীত।