বাংলা হান্ট ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) নিয়ে কমেডি করে জনপ্রিয়তা লাভ করেছেন অনেকে। কিন্তু শ্যাম রঙ্গিলার (Shyam Rangeela) মত নাম হয়নি কারো। সেই শ্যাম রঙ্গিলা এবার লড়বেন মোদির বিরুদ্ধে। তেমনই সিদ্ধান্ত নিয়েছেন কমেডিয়ান। বারাণসী লোকসভা কেন্দ্র থেকে নরেন্দ্র মোদির বিরুদ্ধে ভোটে নামছেন তিনি। স্বাভাবিক ভাবেই তাই বারাণসী কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বীর সংখ্যা বাড়ল।
কোন দলের হয়ে ভোটে দাঁড়াচ্ছেন তিনি?
শ্যাম রঙ্গিলা জানিয়েছেন তিনি কোন দলের হয়ে দাঁড়াচ্ছেন না। বরং নির্দল প্রার্থী হিসেবে ভোটে লড়বেন তিনি। নিজেই জানিয়েছেন বারাণসী কেন্দ্র থেকে ভোটে দাঁড়ানোর বিষয়ে। তার কথায় তিনি নাকি গণতন্ত্রের উপর আঁচ লাগতে দেবেন না! এছাড়া নির্বাচনের ফলাফল আসার আগেই তার বক্তব্য, তাকে ভোট না দিলেও কিছু এসে যাবেনা।
দেশের সবচেয়ে জনপ্রিয় নেতার বিরুদ্ধে ভোটে লড়তে নেমেছেন শ্যাম রঙ্গিলা। যেখানে অনেকে মনোনয়ন জমা দিয়ে তুলে নেন সেখানে মোদির সামনে লড়তে চাইছেন শ্যাম। বর্তমানে তার ইউটিউবে ১০ লক্ষ সাবস্ক্রাইবার রয়েছে। অনেকের মতে, সেখান থেকেই হিম্মত জুটিয়ে ভোটের ময়দানে নামছেন শ্যাম রঙ্গিলা। তার কমেডি শো মূলত প্রধানমন্ত্রী মোদিকে নকল করে তৈরি।
আরও পড়ুন:কোভিশিল্ড বিতর্কের জের! করোনা টিকা শংসাপত্র থেকে সরল মোদীর ছবি, কেন এই পদক্ষেপ?
শ্যামের কন্টেন্ট বলতে ওই বিজেপি এবং নরেন্দ্র মোদি। তবে এজন্য বেশ কিছু জায়গায় সমস্যাতেও ভুগতে হয়েছে। তার একাধিক অনুষ্ঠান বাতিল হয়েছে, বদলাতে হয়েছে স্ক্রিপ্ট। এছাড়া তার বিরুদ্ধে মামলাও রুজু করা হয়েছে। উল্লেখ্য, এর আগে ২০২২ সালে আম আদমি পার্টিতে যোগ দিয়েছিলেন শ্যাম রঙ্গিলা। কিন্তু সেই যাত্রা খুব একটা সুখের হয়নি। তাই এবার কেজরিওয়ালের দল ছেড়ে নির্দল প্রার্থী হয়ে খোদ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে লড়বেন তিনি।