বিপদের মুখে শামি সহ ৩ বোলারের কেরিয়ার, মায়াঙ্ককে সরিয়ে টিম ইন্ডিয়ায় এন্ট্রি নিতে পারে এই বিধ্বংসী বোলার

বাংলা হান্ট ডেস্ক : লখনউ এর ফাস্ট বোলার মায়াঙ্ক যাদবকে (Mayank Yadav) নিয়ে দারুণ আলোচনা চলছে। এসেই চমকে দিয়েছেন তিনি। দুর্দান্ত পারফর্ম করে খবরে আসেন লখনউয়ের ফাস্ট বোলার। মায়াঙ্কের 150 কিমি প্রতি ঘন্টা গতিতে বল করার দক্ষতা যেমন রয়েছে তেমনই সঠিক লাইন লেংথে বল করতেও পারদর্শী তিনি। 3 ম্যাচে মোট 6 উইকেট নিয়েছেন মায়াঙ্ক। আর এই দুর্ধর্ষ পারফরম্যান্সের কারণে টিম ইন্ডিয়াতে (India National Cricket Team) জলদিই সুযোগ পেতে পারেন তিনি।

তবে মায়াঙ্ক একাই নন, আরো একজন খেলোয়াড়ের নাম উঠে আসছে এবারের আইপিএল থেকে। আসলে গুজরাটের বিরুদ্ধে ম্যাচে চোট পান মায়াঙ্ক যাদব। আর এর ফলে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। স্কোরবোর্ডে অংকও খুব বেশি ছিল না। সেসময় অনেকেই ধরে নেন LSG হয়তো ম্যাচ হেরে যাবে। কিন্তু তারপরেও লখনউ ম্যাচ জিতে যায়। 33 রানে গুজরাটকে হারায় তারা। আর এই ম্যাচ জেতার মূল কারিগর যশ ঠাকুর। 5 খানা উইকেট নিয়ে বিপক্ষকে আচম্বিত করেছিলেন তিনি।

যশ ঠাকুর গুজরাটের অধিনায়ক শুভমান গিল সহ পাঁচ ব্যাটসম্যানকে নিজের শিকার বানান। ৪ ওভার বল করে রান দিয়েছেন মাত্র ৩০। উল্লেখ্য, এবছরের আইপিএলে এটাই প্রথম কোনো বোলারের 5 উইকেট। এছাড়া এও জানিয়ে রাখি যে, উমরান মালিক এবং ভুবনেশ্বর কুমারের পর যশ তৃতীয় ভারতীয় বোলার যে কিনা আইপিএলে 5 উইকেট নিয়েছে।

আরও পড়ুন : ‘বুমরার থেকে এগিয়ে এই পাক পেসার’, হতাশা নাকি ভিমরতি? বাবরের মন্তব্যে হাসির রোল পাকিস্তানেও

india

গুজরাটের বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্স যশকে টিম ইন্ডিয়াতে সুযোগের দাবিদার করে তোলে। এক্ষেত্রে হতেই পারে মায়াঙ্ক যাদবের আগে তিনিই টিম ইন্ডিয়াতে সুযোগ পেয়ে গেলেন। একই সাথে জল্পনা, যশ ঠাকুর দলে এলে বিপদে পড়তে পারে মহম্মদ শামি সহ মহম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণার মত পেস বোলারদের কেরিয়ার।

আরও পড়ুন: ‘বুমরার থেকে এগিয়ে এই পাক পেসার’, হতাশা নাকি ভিমরতি? বাবরের মন্তব্যে হাসির রোল পাকিস্তানেও

এছাড়া এও জানিয়ে দিই যে, যশ ঠাকুর কেবল এবছর নয়, গত বছরও দারুণ পারফর্ম করেছেন। 2023 এর আইপিএলে 9 ম্যাচ খেলে 9 এর ইকোনমি সহ 13 গড়ের সাথে 13টি উইকেট নিয়েছিলেন তিনি। এর আগে তার সেরা পারফর্ম্যান্স ছিল 37 রানে 4 উইকেট নেওয়া।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর