দুটি বাসের একই রেজিস্ট্রেশন নম্বর! মমতার সভায় যাওয়া দুই গাড়িকে ঘিরে চর্চা তুঙ্গে

বাংলাহান্ট ডেস্ক : বুধবার কৃষ্ণনগরে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের এক জনসভায় দুটি একই নম্বরের বাস হাজির। বলতে গেলে বাস দুটির শুধু যে নম্বর প্লেট এক তাও নয় তাদের রং এমনকী তারা একই কোম্পানির বাস। বাস দুটির রেজিস্ট্রেশন নম্বর যা হলো, ‘ডব্লুবি ৫৭সি ৫৮৫৮, পর্যন্ত এক।

জানা গিয়েছে, বাস দুটি বহুদিন ধরেই কলকাতা ডোমকল রুটে চলছে। কিন্তু এতদিন কারোর চোখে পড়েনি। কিন্তু বুধবার মমতা বন্দোপাধ্যায়ের এক জনসভায় যোগ দিতে গিয়ে চোখে পড়লো এরম অস্বাভাবিক ঘটনা। এক কথায় যাত্রীদের প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার জোগাড়। এও কী সম্ভব?

রক্ষিত ট্রাভেলসের কলকাতাগামী ‘অন্বেষা’ বাসটি করিমপুর ১ নম্বর ব্লকের বাসিন্দাদের জন্য নেওয়া হয়েছিল। যাত্রীরা বাসে উঠলে বাসের চালক ও তার সহকারী তাঁদের জানান যে বাসটি করিমপুর ২ নম্বর ব্লকের বাসিন্দাদের জন্য গ্রহণ করা হয়েছে। এই নিয়ে বাসের যাত্রীগণ ও তৃণমূল কর্মচারীদের মধ্যে তুমুল অশান্তি শুরু হয়।

আর সেই সময়েই প্রায় অলৌকিক ভাবে দেখা গেলো একই নম্বর এবং একই রঙের আর একটি বাসও পাশে দাঁড়িয়ে আছে। যদিও এর বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ এখনো নেওয়া হয়নি। অনিকেত বিশ্বাস নামে এক আঞ্চলিক বাসিন্দা বলেন যে, একই রেজিস্ট্রেশন নম্বরের দুটি বাস এতো দিন ধরে রাস্তায় চলাচল করছে জানাই গেলো না।

এক বাস কর্মী জানান যে বুধবার এই ঘটনাটি ঘটার পর বহু মানুষ এই বাস দুটির ছবি তুলছে। কিন্তু দুটি বাসের একই রেজিস্ট্রেশন নম্বর হওয়ার কারণ ওই বেসরকারি ট্রাভেলস সংস্থার মালিক বাপি রক্ষিতের কাছেও অজানা। এই ব্যাপারে পরিবহন আধিকারিক অনুপম চক্রবর্তী জানান যে, একই নম্বরের বাস থাকা অসম্ভব। তাই বিষয়টি আরও ভালো ভাবে খতিয়ে দেখা হবে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর