টানা পঞ্চম ম্যাচে হার KKR-এর, ফের প্রাক্তন নাইটের দাপটেই অসহায় আত্মসমর্পণ রাসেলদের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: হতশ্রী পারফরম্যান্স অব্যাহত, আইপিএল ২০২২-এ ফের হার নাইটদের। এই নিয়ে টানা পঞ্চম ম্যাচে হারের শিকার হলো কেকেআর। আজ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে জঘন্য ব্যাটিং পারফরম্যান্স দেখালো অ্যারন ফিঞ্চ-রা। ২০ ওভারে স্কোরবোর্ডে মাত্র ১৪৬ রান তুলেছিলেন তারা। যা এক ওভার বাকি থাকতেই তুলে নেয় দিল্লি ক্যাপিটালস।

টসে হেরে ব্যাট করতে নেমে ফের একবার ব্যর্থ দুই ওপেনার। ফিঞ্চ ৩ এবং ভেক্টটেশ আইয়ার ৬ রান করে আউট হন। শ্রেয়স আইয়ার বাদে টপ অর্ডারের কেউই বড় রান করতে পারেননি। ৩৭ বলে ৪২ রান করে কুলদীপ যাদবের শিকার হন তিনি। এরপর মিডল অর্ডারে ৩৪ বলে ৩টি চার ও ৪টি ছক্কা সহ ৫৭ রান করেন নীতিশ রানা। তাকে এবং ১৬ বলে ২৩ রান করা রিঙ্কু সিং-কে আউট করে কেকেআরের বড় রানের আশায় জল ঢেলে ডেন বাংলাদেশের বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান। ৪ ওভারে ১৮ রান দিয়ে ৩ উইকেট নেন মুস্তাফিজুর। সেই সঙ্গে নিজের ৩ ওভারে মাত্র ১৪ রান দিয়ে ৪ উইকেট নিয়ে নাইটদের মিডল অর্ডার ভাঙেন প্রাক্তন নাইট কুলদীপ যাদব।

umesh 1

ব্যাট করতে নেমে উমেশ যাদবের প্রথম বলেই পৃথ্বী শ-এর উইকেট হারায় দিল্লি। কিন্তু নিজস্ব ছন্দে ব্যাটিং করতে থাকেন ডেভিড ওয়ার্নার। ২৬ বলে ৪২ রানের একটি সুন্দর ইনিংস খেলে উমেশ যাদবের বলেই আউট হন তিনি। মিচেল মার্শ, ললিত যাদব সেট হয়েও বড় কিছু করতে পারেননি। এই ম্যাচে চূড়ান্ত ভাবে ব্যর্থ হন রিশভ পন্থও।

কিন্তু তাতে দিল্লির অসুবিধা হয়নি। এরপর কেকেআর বোলিংয়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান রোভম্যান পাওয়েল ও অক্ষর প্যাটেল। অক্ষর ১৭ বলে ২৪ করে আউট হন। কিন্তু পাওয়েল ১৬ বলে ৩৩ রানের অপরাজিত ইনিংস খেলে এক ওভার বাকি থাকতেই জয় এনে দেন দিল্লি ক্যাপিটালস-কে।


Reetabrata Deb

সম্পর্কিত খবর