দরিদ্র পড়ুয়াদের অনলাইন শিক্ষার সাহায্যে এগিয়ে এল RSS, দেওয়া হবে ট্যাবলেট

বাংলাহান্ট ডেস্কঃ করোনা আমফান দুর্যোগে বহুবারই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (RSS) সদস্যদের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে দেখা গেছে। দরিদ্র অসহায় মানুষের সাহায্যে সর্বদা এগিয়ে এসেছে এই দল। এবার তারা এই সংকটের দিনে শিশুদের পড়াশুনার সাহায্যে এগিয়ে এসেছে।

অনলাইন ক্লাসট্যাবলেট
বর্তমান দিনে মহামারির কারণে দেশের বহু প্রান্তে শিক্ষক শিক্ষিকারা অনলাইন ক্লাস আরম্ভ করেছে। মহামারির কারণে যাতে শিক্ষার্থীদের পড়াশুনা বিঘ্নিত না হয়, সেদিকে লক্ষ্য রেখেই এই ব্যবস্থা করা হচ্ছে। তব এমন অনেক দরিদ্র পড়ুয়া আছেন, যারা স্মার্ট ফনের অভাবে সেই অনলাইন ক্লাসে যোগ দেওয়ার সুযোগ পাচ্ছে না। এবার তাঁদের সাহাযার্থে এগিয়ে এসেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ।

Lenovo

শিক্ষার্থীদের দেওয়া হবে ট্যাবলেট
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অনুপ্রেরণা ‘শিক্ষা সংস্কৃতি উত্তরণ নিয়সের’ জাতীয় সচিব অতুল কোঠারি জানিয়েছেন, ‘বর্তমান সময়ে দরিদ্র এবং এমন অনেক প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলের পড়ুয়াদের কাছে স্মার্ট ফোন না থকার কারণে তারা এই অনলাইন শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। তাই এই পরিস্থিতিতে এই সংগঠন সামাজিক সহায়তার মাধ্যমে শিশুদের ভবিষ্যৎ নিয়ে এক পরিকল্পনা করেছে। এখানে সমাজের উচ্চ বিত্ত মানুষদের কাছে অনুরোধ তাঁদের সাহাযার্থে এই শিশুদের জন্য ট্যাবলেটের মাধ্যমে শিক্ষা প্রদান করা যেতে পারে’।

rss 2 2

আরএসএস প্রচারক ও শিক্ষা সংস্কৃতি উত্তরণ নিয়সের জাতীয় সম্পাদক অতুল কোঠারি আরও জানিয়েছেন, গুজরাট সরকারের এক প্রকল্পের আয়ত্তায় স্কুল শিক্ষার্থীরা মাত্র এক হাজার টাকায় ট্যাবলেট পেয়েছে। সরকারের এ জাতীয় প্রকল্পগুলি অভাবী শিক্ষার্থীদের অনলাইন শিক্ষার পথও তৈরি করতে পারে। তবে যে কোন নতুন প্রয়াসে বাঁধা আসতেই পারে, তবে সবকিছুকে কাটিয়ে এগিয়ে যেতে হবে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর