বাংলাহান্ট ডেস্ক : বাংলা টেলিভিশনের ‘চকোলেট বয়’দের মধ্যে অন্যতম দিব্যজ্যোতি দত্ত (Dibyajyoti Dutta)। পর্দায় যতই গুরুগম্ভীর ডাক্তারবাবুর চরিত্রে অভিনয় করুন না কেন, বাস্তবে মহিলা মহলে তাঁর জনপ্রিয়তা দেখলে অবাক হয়ে যেতে হয়। এহেন দিব্যজ্যোতির মনের মানুষ কে তা নিয়ে চর্চার অন্ত নেই নেটপাড়ায়। অতীতে একাধিক অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছে তাঁর। কিন্তু কোনো গুঞ্জনেই শিলমোহর দেননি দিব্যজ্যোতি (Dibyajyoti Dutta)। এবার নতুন বছরে ‘ডেট’এ গিয়ে সকলকে চমকে দিলেন ‘সূর্য’।
কার সঙ্গে ডেটে গেলেন দিব্যজ্যোতি (Dibyajyoti Dutta)
হ্যাঁ, ঠিকই পড়েছেন। বছরের শুরুতেই নিজের ডেটের ভিডিও শেয়ার করেছেন দিব্যজ্যোতি (Dibyajyoti Dutta)। ভিডিওতে দেখা যাচ্ছে, অভিনেতার কোলে শুয়ে দিব্যি আদর খেতে ব্যস্ত ‘সঙ্গিনী’। দিব্যজ্যোতিও তার কপালে এঁকে দিচ্ছেন আদরের চুমু। কিন্তু এই সঙ্গিনী কিন্তু যেমন তেমন নন। কার সঙ্গে ডেটে গেলেন দিব্যজ্যোতি?
মুহূর্তে ভাইরাল ভিডিও: না, তিনি কোনো মানুষ নন। বরং এক চিতাবাঘ! নিজের ‘হটকে’ কাজকর্মের জন্য প্রায়ই চর্চায় উঠে আসেন তিনি। সম্প্রতি একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেতা। সেখানে দেখা গিয়েছে, এক চিতাবাঘের পাশে বসে রয়েছেন তিনি। প্রাণ ভরে আদর করছেন তাকে। চিতাবাঘও দিব্যি অভিনেতার কোলে মাথা রেখে চোখ বুজে আদর খেতে ব্যস্ত। চিতাবাঘ না বড়সড় বেড়াল তা দেখে বোঝা দায়! ভিডিওর ক্যাপশনে দিব্যজ্যোতি (Dibyajyoti Dutta) লিখেছেন, ‘চিতার সঙ্গে ডেট’।
আরো পড়ুন : দুই বউকে নিয়ে বেসামাল অনিকেত, কমল TRP, ‘কোন গোপনে’ স্লট হারানোয় মুখ খুললেন রণজয়
কী বলছেন নেটিজেনরা: নেটিজেনরাও নানান মজার কমেন্ট করেছেন। একজন লিখেছেন, ‘দাদা আপনার জন্য চন্দ্রবোড়া সাপ রেখেছি, ওই সাপটাও চায় তোমার হাতে আদর খেতে। আমাদের জঙ্গলে ঘোরে, তুমি এলেও খুশি হবে’। আরেকজন লিখেছেন, ‘দেখে মনে হচ্ছে চিতাটাও আপনার সঙ্গ বেশ উপভোগ করছে’।
আরো পড়ুন : অভিনয়ে তো ১০-এ ১০, পড়াশোনার দৌড় কদ্দূর ‘বুম্বাদা’ প্রসেনজিতের?
দিব্যজ্যোতি জানান, গত বছরের শেষটা পরিবারের সঙ্গে ফুকেটেই কাটিয়েছেন তিনি। সেখানকারই ভিডিও এটি। নতুন বছরে কলকাতা ফিরেই কাজে লেগে পড়েছেন। এর আগেও অবশ্য এমন দুঃসাহসিক কাজ করতে দেখা গিয়েছে দিব্যজ্যোতিকে। থাইল্যান্ডে গিয়েই পাইথন গলায় জড়িয়ে ছবি তুলেছিলেন তিনি। এবার ভিডিও বানালেন চিতার সঙ্গে। আগামীতে কোন চমক দেবেন দিব্যজ্যোতি? দেখার অপেক্ষায় অনুরাগীরা।
View this post on Instagram