বাংলাহান্ট ডেস্ক : ভবিষ্যতের জন্য অনেকেই টাকা বিনিয়োগ করে থাকেন এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন পরিচালিত EPF-এ। মূলত অবসর গ্রহণের পর পেনশন হিসেবে পাওয়া যায় এই টাকা। তবে এমন কিছু জরুরি অবস্থা রয়েছে যেখানে আপনি নির্দিষ্ট সময়ের আগেই পিএফের টাকা তুলতে পারেন।
সম্পূর্ণরূপে না হোক, ইপিএফে আংশিক টাকা তোলার সুবিধা প্রদান করা হয় বিনিয়োগকারীকে। কিছু নির্দিষ্ট পরিস্থিতিতেই আংশিক টাকা তোলার সুবিধা থাকে EPF-এ। কোন কোন পরিস্থিতিতে আপনারা পিএফের টাকা তুলতে পারবেন এবং সেই টাকা তোলার পদ্ধতি কী জেনে নেব আজকের প্রতিবেদনে।
কোন কোন অবস্থায় ইপিএফ (EPF) থেকে টাকা তোলা যায়?
• ইভাকুয়েশন করা যেতে পারে চিকিৎসার জন্য।
• সন্তানের পড়াশোনার খরচের জন্য টাকা তোলা যেতে পারে পিএফ থেকে।
• আপনার বা ভাই-বোন বা পুত্র-কন্যার বিয়ের জন্য আংশিক টাকা তোলার অনুমতি পাওয়া যায়।
• নতুন বাড়ি ক্রয় অথবা বাড়ি মেরামতির জন্য টাকা তোলা যেতে পারে পিএফ থেকে।
আরোও পড়ুন : নির্বাচনে ট্রাম্প জিতলেও প্রেসিডেন্ট হবেন মাস্ক? তুমুল হইচই আমেরিকায়
পোর্টালে টাকা তোলার প্রক্রিয়া:
অনলাইনে EPFO-এর অফিসিয়াল ওয়েবসাইট এবং Umang অ্যাপের মাধ্যমে তোলা যেতে পারে টাকা।
UAN এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে। সেখানে ক্লেইম অপশন বেছে নিয়ে অটো মোড নিষ্পত্তি সিলেক্ট করতে হবে। এরপর ব্যাংক অ্যাকাউন্ট যাচাই করে আপলোড করুন অ্যাকাউন্টের পাসবুক বা চেক।
Umang অ্যাপে লগইন করে “EPFO” পরিষেবার বিকল্পটি বেছে “PF Withdrawl” বিকল্পে গিয়ে টাকা তোলার আবেদন জানাতে পারেন।
অফলাইনে টাকা তোলার প্রক্রিয়া:
আধার এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ UAN পোর্টালে আপডেট থাকলে অফলাইনে পিএফের টাকা উত্তোলন করতে পারেন। ইপিএফও অফিসে গিয়ে PF টাকা তোলার জন্য ফর্ম জমা দিয়ে জানাতে পারেন আবেদন।
“আরও এক ডিভোর্স….”, যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী ভার্মার হতে চলেছে বিচ্ছেদ? জল্পনা উস্কে সামনে এল পোস্ট