বাংলা হান্ট ডেস্ক : বর্তমানে টাকা তোলার জন্য আর কেউ লাইন দিয়ে ব্যাঙ্কের সামনে হত্য়ে দিয়ে পড়ে থাকে না। তার থেকে বরং এটিএম-এই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। কিন্তু মাসে টাকা তোলার একটা সময়সীমা থাকে। তার বেশি টাকা তুললেই ঘ্যাঁচ ঘ্যাঁচ করে কেটে নেওয়া হয় টাকা। তবে যেহেতু এখন ইন্টারনেটের যুগ তাই টাকা তোলার জন্য আর এটিএম-এর ওপরে নয় এখন স্মার্টফোনের দিকেও ঝোঁকেন অনেকে।
তাই এবার দেশের সর্ববৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে কার্ডলেস লেনদেনের সুযোগ করে দিচ্ছে। যেখানে মাসে যতখুশি আপনি টাকা তুলুন তার জন্য কোরকম চার্জের প্রযোজন পড়বে না। এমনকি যতখুশি আপনি ট্রানজাকশন করতে পারেন। কোনোরকম চার্জ লাগবে না।
সম্প্রতি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে একটি বিবৃতিতে স্টেট ব্যাঙ্কের YONO অ্যাপ ডাউনলোড করার কথা বলা হচ্ছে। যেখানে কার্ড ছাড়াই ইন্টারনেট ব্যাঙ্কিং শুরু করা যাবে এবং টাকা তোলা যাবে। অর্থাত্ কার্ডলেস লেনদেন।
তবে কিভাবে ব্যবহার করবেন-
প্রথমে ইওনো অ্যাপ ডাউনলোড করে নিন। তারপরে সেখান থেকে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করে নিতে হবে। তারপর সেখন থেকে একটি এমপিন সেট করতে হবে। তারপর লগ ইন করতে হবে। লগ ইন করার পরে তৃতীয় যে অপশনটি পাওয়া যাবে সেখানে এটিএম, মার্চেন্ট পিওএস, কার্ডলেস শপিং অপশনও আসবে ৷
এবার এটিএম এ টাকা তুলতে গেলে আপনি এই ইওনো কার্ডলেস অ্যাপ ব্যবহার করতে পারবেন। নেক্সট অপশন সিলেক্ট করে পিন দিয়ে টাকা তোলা যাবে।