বাংলা হান্ট ডেস্ক : মোদী সরকার ডিজিটাল ইন্ডিয়া গড়ার লক্ষ্যে সমস্ত দেশবাসীর জন্য আধার কার্ড বাধ্যতামূলক করেছিল। তাই তো যে কোনও সরকারি প্রকল্পের সুবিধা কিংবা কোনও সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি বা কাজের ক্ষেত্রে আধার কার্ড বাধ্যতামূলক। এক কথায় আধার কার্ডের বহুমুখী ব্যবহার রয়েছে। যখন প্রথম আধার কার্ড শুরু করা হয় তখন কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ক্যাম্প করা হয়েছিল কিন্তু ,অনেকেই এখনও অবধি আধার কার্ড হাতে আসেনি, আবার অনেকের ক্ষেত্রে আধার কার্ড হারিয়ে গেছে তা ই নতুন করে আধার কার্ড তৈরির প্রয়োজনীয়তা রয়েছে।
আর নতুন করে আধার কার্ড তৈরি করতে গেলেই শিক্ষাগত যোগ্যতা সহ পরিচয়পত্র দিতে হয়। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে যাঁরা ভিন রাজ্যে থাকেন কিংবা যাদের অন্যান্য ডকুমেন্ট সে নাম ঠিকানা ভুল রয়েছে, সে ক্ষেত্রে আধার কার্ড নতুন করে করতে গিয়ে অনেক ঝক্কি পোহাতে হয়। কিন্তু এ বার সেই ঝক্কির দিন শেষ হতে চলেছে কারণ সম্প্রতি ইউআইডিএআই এর তরফে জানানো হয়েছে ওরকম ডকুমেন্টস ছাড়াই এবার বানানো যাবে আধার কার্ড।
দেখে নিন ডকুমেন্ট ছাড়া কী ভাবে আপনি আধার কার্ড তৈরি করবেন- 1. পরিবারের যে কোনও সদস্যের ডকুমেন্টস এনরোলমেন্ট করাতে হবে। 2. যিনি আধার কার্ড করাতে চাইছেন এবং যে গ্রাহকের এনরোলমেন্ট করা হচ্ছে তাঁকে অবশ্যই আধার সেন্টারে উপস্থিত থাকতে হবে। 3. এর পর বাড়ির ওই প্রধানের ডকুমেন্টস দিয়ে আধার কার্ড এই আবেদন করা যাবে। 4. বাড়ির প্রধানের আধার কার্ড যেন Pol, poa কমেন্টসের মাধ্যমে তৈরি করা হয়। তা হলে দেরি কেন? এখনও অবধি যদি ডকুমেন্ট সমস্যা নিয়ে আধার কার্ড না তৈরি করা হয়ে থাকে সে ক্ষেত্রে আজই চলে যান আধার সেন্টারে।