গরমে শান্তি পেতে কম খরচে ঘুরে আসুন এই হিল স্টেশন, ভুলে যাবেন দার্জিলিং

Published On:

বাংলাহান্ট ডেস্ক : উত্তরবঙ্গে (North Bengal) আনাচে কানাচে এখন ছড়িয়ে আছে নানান অফবিট লোকেশন। তবুও বহু জায়গা সম্পর্কেই এখনও পর্যন্ত ভ্রমণপিপাসুদের ভালোভাবে আইডিয়া নেই। কিন্তু, দক্ষিণবঙ্গের হাঁসফাঁস করা গরম থেকে মুক্তি পেতে আপনি কয়েকদিনের জন্য উত্তরবঙ্গের বিভিন্ন অফবিট লোকেশন থেকে ঘুরে আসতেই পারেন।

পাহাড়ের কোলে লুকিয়ে রয়েছে তেমনই এক অফবিট ডেস্টিনেশন লামাগাঁও (Lamagaon)। বিজনবাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরত্বে রয়েছে এই পাহাড়ি গ্রামটি। দার্জিলিং জেলার শান্ত, সুন্দর গ্রাম লামাগাঁও । মূল দার্জিলিং শহর থেকে দূরত্ব ৩৪ কিলোমিটারে। ৫,২০০ ফুট উচ্চতার লামাগাঁও থেকে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য এককথায় অসাধারণ।

Lamagaon

লামাগাঁও হল লামাদের গ্রাম অর্থাৎ এই গ্রামে বৌদ্ধ সন্ন্যাসী বা বৌদ্ধ ভিক্ষুকদের বসবাস। তাছাড়া, লামাগাঁও থেকে ছবির মত সুন্দর দার্জিলিং শহরটাকেও দেখা যায়‌। এই জায়গাটি স্থানীয়ভাবে জন্মানো উদ্ভিদ ‘ইস্কুস’ এর জন্য বিখ্যাত যা উপত্যকার অন্যতম প্রধান চাষ। ইস্কাস ছাড়াও এলাচ লামাগাঁওয়ের স্থানীয় কৃষকরা চাষাবাদ করেছেন।

পরিষ্কার দিনে লামাগাঁওয়ের পাহাড় থেকে দার্জিলিংয়ের বিস্তৃত চা বাগান দেখা যায়। রাতের দার্জিলিংয়ের আলোর মালা এক রোমান্টিক দৃশ্য এঁকে দেয়। আর মাথার উপরে থাকবে তারকাখচিত আকাশ। সকালে লামাগাঁওয়ের রাস্তায় বেরিয়ে পড়ুন। পাখির ডাকে চমৎকৃত হবেন। পাহাড়ি ফুলের রঙের বাহার মন ভালো করে দেবে। চোখে পড়তে পারে অর্কিডগুচ্ছ।

lamagaon+homestay

এনজেপি থেকে একেবারে গাড়ি ভাড়া করেও আসা যায় আবার শেয়ার গাড়িতেও আসা যায়। লামাগাঁও হোমস্টে তে একবার থাকলেই তাদের আতিথেয়তায় মুগ্ধ হবেন আপনিও। তাই, আপনিও যদি আপনার দৈনন্দিন একঘেঁয়ে জীবনযাত্রা থেকে ছুটি নিতে চান তাহলে এই লামাগাঁও আপনার অন্যতম সেরা ঠিকানা হতে পারে।

 

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X